কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রের মৃত্যুর তথ্যটি ভুয়া
বুম বাংলাদেশ দেখেছে, হাসান আল পারভেজ নামের ওই ছাত্র নিজেই তাঁর মৃত্যুর খবরটি ভুয়া বলে ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, গ্রুপ ও পেজ থেকে এক তরুণের ছবি পোস্ট করে বলা হচ্ছে, হাসান আল পারভেজ নামের কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের এক শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনে নিহত হয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৫ জুলাই "টেইক ব্যাক বাংলাদেশ Take back Bangladesh" নামের একটি ফেসবুক পেজে এক তরুণের ছবি পোস্ট করে বলা হয়, "শহীদ হয়ে গেলো কুমিল্লা পলিটেকনিক এর ছাত্র 😰"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবির ছাত্রের নাম হাসান আল পারভেজ, তিনি কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষার্থী। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ফেসবুক গ্রুপে পোস্ট করে তাঁর মারা যাওয়ার খবরটি সত্য নয় বলে পারভেজ নিজেই নিশ্চিত করেছেন।
আলোচ্য পোস্টে উল্লেখিত হাসান আল পারভেজের শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ধরে কি-ওয়ার্ড সার্চ করে 'Cumilla Polytechnic Institute (CPI)' নামে একটি পাবলিক ফেসবুক গ্রুপে 'Hassan Al Parvez' নামে একটি একাউন্ট থেকে করা একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটিতে আলোচ্য পোস্টের দাবি ও ছবি সম্বলিত একটি ফেসবুক পোস্ট স্ক্রিনশট পোস্ট করে বলা হয়, "আমি পারভেজ।। ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট। (২য় পর্ব) কয়েকদিন আগে দেশ থেকে ইন্টারনেট চলে যাওয়ার আগ মুহুর্তে একটা গুজব ছড়ায় যে আমি শহিদ* হয়ে গিয়েছি*!! এটা একটা গুজব। তাই কেউ আর বিভ্রান্তি হবেন নাহ্! আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।" স্ক্রিনশট দেখুন--
এর সূত্র ধরে 'Hassan Al Parvez' নামের ফেসবুক একাউন্ট পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচ্য ছবিটি ও হাসান আল পারভেজের প্রোফাইল ছবিটি হুবহু এক।
এছাড়া বিভিন্ন কি-ওয়ার্ড সার্চ করে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের কোনো শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ জাতীয় ও স্থানীয় কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। তবে কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের আশরাফুল ইসলাম নাঈম নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার খবর দৈনিক প্রথম আলোর অনলাইন ভার্সন সহ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
অর্থাৎ আলোচ্য ছবিতে দৃশ্যমান কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের ওই ছাত্র কোটা সংস্কার আন্দোলনে গিয়ে মারা যাওয়ার খবরটি সঠিক নয়।
সুতরাং কোটা সংস্কার আন্দোলনে মৃত্যুবরণ করেছেন দাবি করে কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের এক ছাত্রের মৃত্যুর ভুয়া খবর প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।