যাত্রাবাড়িতে সংঘর্ষে কলেজ শিক্ষার্থী মৃত্যুর তথ্যটি সঠিক নয়
যাত্রাবাড়িতে গতকালের সংঘর্ষে কেউ নিহত হয়নি বলে জানিয়েছে ডিএমপি। অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও নিহতের খবর পাওয়া যায়নি।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, যাত্রাবাড়িতে তিন কলেজের মধ্যকার সংঘর্ষে ১০ জন শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গতকাল ২৫ নভেম্বর 'King of Noakhali' নামের একটি ফেসবুক গ্রুপে পোস্ট করে বলা হয়, "ঢাকায় সংঘর্ষে ১০ জন ছাত্র নিহত হয়েছে। সোহরাওয়ার্দী কলেজের ৭ জন এবং মোল্লা কলেজের ৩ জন। (ইন্না-লিল্লাহি...রাজিউন)"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। যাত্রাবাড়িতে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের ভিতরে সংঘর্ষ চলাকালে কোনো শিক্ষার্থীর মৃত্যু ঘটেনি বলে নিশ্চিত করেছে ডিএমপি। এছাড়া, গতকালের সংঘর্ষে কোনো ব্যক্তির নিহত হওয়ার খবর কোনো নির্ভরযোগ্য সূত্র কিংবা গণমাধ্যমেও পাওয়া যায়নি।
আলোচ্য দাবিটির সত্যতা জানতে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা প্রথম আলোর অনলাইন ভার্সনে গত ২৫ নভেম্বর "ঢাকার তিন কলেজের মধ্যে সংঘর্ষে দুজন নিহতের তথ্য সঠিক নয়: ডিএমপি" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, "পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় দুজন নিহতের যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা সঠিক নয় বলেও জানিয়েছে তারা। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। ডিএমপি বলছে, সংঘর্ষে দুজন নিহত হয়েছে বলে অনেকেই অপপ্রচার চালাচ্ছেন, এ তথ্য মোটেও সঠিক নয়। এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানিয়েছে তারা।"। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে দৈনিক পত্রিকা সমকালের অনলাইন ভার্সনে গত ২৫ নভেম্বর "মোল্লা কলেজে সংঘর্ষে নিহতের খবর সঠিক নয়: ডিএমপি" শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনটিতেও বলা হয়, "রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কেউ মারা যায়নি বলে জানিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ‘উল্লিখিত ঘটনায় দুই জন নিহত হয়েছেন মর্মে অনেকেই অপপ্রচার চালাচ্ছেন, যা মোটেও সঠিক নয়।’" স্ক্রিনশট দেখুন--
এছাড়াও আরো কি-ওয়ার্ড সার্চ করে জাগো নিউজ, সময় টিভি এবং ঢাকা পোস্টে প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায় একই তথ্য।
অর্থাৎ তিন কলেজের সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীদের মৃত্যুর দাবিটি সঠিক নয়।
উল্লেখ্য গতকাল ২৫ নভেম্বর দুপুরে যাত্রাবাড়িতে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল মোল্লা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদও পাওয়া যায়।
সুতরাং যাত্রাবাড়িতে তিন কলেজের সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীদের মৃত্যুর ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।