বিসিবি প্রধানের ছবি দাবি করে ভিন্ন ব্যক্তির ছবি ফেসবুকে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, কলকাতার অরুণ নস্কর নামে পরিচিত এক ব্যক্তির নাচের ভিডিওকে বিসিবি প্রধানের দাবি করে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে নৃত্যরত দুই নারী ও একজন পুরুষের একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটিতে উপস্থিত ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৩০ সেপ্টেম্বর 'SA Shah Alom' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "আমাদের বিসিবি'র নতুন বস প্রেসিডেন্ট ফারুক সাহেব। এটা হালাল দূষ্ট কোকিল ডাকে রে কুক কুক কুহু হু😑 হু উহু উহু হু😁"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওটিতে দেখানো ব্যক্তি বিসিবি প্রধান ফারুক আহমেদ নন। ভারতের অরুণ নস্কর নামে এক ব্যক্তির শেয়ার করা ভিডিও কনটেন্টকে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।
ভিডিওটির ব্যাপারে জানতে কি-ওয়ার্ড সার্চ করে 'Arun Naskar' নামের একটি ফেসবুক একাউন্টে গত ১২ সেপ্টেম্বর পোস্ট করা রিল ভিডিওতে আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়,"দুনিয়া হাসিনো কা মেলা হ্যায় মেলেমে dj অরুন নেট দুনিয়ার ডন অকেলা হ্যায়? #DjArun #পার্কস্ট্রিট #viralphotochallenge #socialmedia #vairalpost #বার #প্রমোশন"। একাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, অরুন নস্কর নামের ওই ব্যক্তি নিজেকে ফেসবুকে ডিজে অরুণ হিসেবে দাবি করেন। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও ওই একই ব্যক্তিদের একই পোশাকে এবং একই স্থানে ধারণ করা আরো দুটি ভিডিও দেখুন এখানে ও এখানে।
পরবর্তীতে আরো পর্যবেক্ষণ করে দেখা যায়, ওই ব্যক্তির একাউন্ট থেকে বিভিন্নসময়ে বিভিন্ন ধরণের ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে ওই ব্যক্তি নিজেকে ডিজে অরুণ হিসেবে দাবি করেছেন। স্ক্রিনশট দেখুন--
উল্লেখ্য গত ২১ আগস্ট বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পরে তার স্থলাভিষিক্ত হন ফারুক আহমেদ। বিসিবি সভাপতি ফারুক আহমেদের একটি ছবি (বামে) এবং ডিজে অরুণের ছবি (ডানে) দেখুন পাশাপাশি--
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। অরুণ নস্কর নামে এক ব্যক্তির উপস্থিতিতে তৈরি ভিডিওকে বিসিবি প্রধান ফারুক আহমেদের ভিডিও হিসেবে দাবি করে প্রচার করা হচ্ছে।
সুতরাং অরুণ নস্কর নামে এক ব্যক্তির ভিডিওকে বিসিবি প্রধান ফারুক আহমেদের ভিডিও হিসেবে দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।