ক্রিকেটার আশরাফুলের পরিমনিকে বিয়ের প্রস্তাবের বিষয়টি সাজানো
বুম বাংলাদেশ দেখেছে, একটি টিভি চ্যানেলের শো-তে উপস্থাপকের অনুরোধে পরিমনিকে বিয়ের প্রস্তাব দেওয়ার অভিনয় করেন আশরাফুল।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, রাজের সাথে ডিভোর্স হওয়ায় পরিমনিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিকেটার আশরাফুল। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৮ জুলাই "Hunt For Truth - সত্যের সন্ধানে" নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "পরিমনির কষ্ট দেখে পরিমনিকে বিয়ে করতে চাইলেন ক্রিকেটার আশরাফুল! তোলপাড় সারাদেশ!"। ভিডিওটির উপরে লেখা রয়েছে, "রাজের সাথে ডিভোর্স হওয়ায় পরিমনিকে বিয়ের প্রস্তাব দিলেন ক্রিকেটার আশরাফুল"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। বেসরকারি টেলিভিশন চ্যানেল ATN Bangla এর ঈদপরবর্তী একটি শো-তে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ওই অনুষ্ঠানের সঞ্চালকের অনুরোধে পরিমনিকে বিয়ের প্রস্তাব দেওয়ার অভিনয় করেন। অর্থাৎ বিষয়টি বাস্তব নয় বরং সাজানো।
কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা যুগান্তরের অনলাইন ভার্সনে "পরীমনিকে প্রেমের প্রস্তাব দিলেন ক্রিকেটার আশরাফুল" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ঈদপরবর্তী তারকাদের একটি আড্ডা শো-তে এসেছিলেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এবং চিত্রনায়িকা পরিমনি। অনুষ্ঠান চলাকালে একপর্যায়ে অনুষ্ঠানের সঞ্চালক আশরাফুলকে অনুরোধ করেন অন্যপাশে বসে থাকা পরীমনিকে প্রেমের প্রস্তাব দিতে। পরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক তা-ই করেন। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে, "ATN Bangla Clips" নামে একটি ইউটিউব চ্যানেলে গত ৭ জুলাই "পরীমনিকে প্রেমের প্রস্তাব দিলো আশরাফুল" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওতে একটি আড্ডাধর্মী শো-তে অনুষ্ঠানের সঞ্চালকের অনুরোধে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে চিত্রনায়িকা পরিমনিকে বিয়ের প্রস্তাব দেওয়ার অভিনয় করতে দেখা যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
অর্থ্যাৎ একটি টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠিত তারকা আড্ডাতে চিত্রনায়িকা পরিমনিকে বিয়ের প্রস্তাব দেওয়ার অভিনয় করে দেখান জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।
এছাড়া, আলোচ্য পোস্টে রাজের সাথে পরীমনির ডিভোর্স হয়েছে দাবি করা হলেও এর কোনো সত্যতা পাওয়া যায়নি। কি-ওয়ার্ড সার্চ করে গত ১১ জুন সর্বশেষ এ সংক্রান্ত "আবার এক হলেন রাজ-পরী" শিরোনামে দৈনিক বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে বলা হয়, বিভিন্ন বিষয় নিয়ে সংসারে টানাপোড়েন চললেও তারা আবারও এক হয়েছেন। দেখুন--
অর্থাৎ গণমাধ্যমে পাওয়া সবশেষ খবর অনুযায়ী রাজের সাথে পরীমনির ডিভোর্স হওয়ার দাবিটি ভিত্তিহীন। বরং তাদের এক হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
সুতরাং টিভি চ্যানেলের তারকা আড্ডায় চিত্রনায়িকা পরিমনিকে সাবেক ক্রিকেটার আশরাফুলের বিয়ের প্রস্তাব দেওয়ার সাজানো অভিনয়ের ভিডিওকে বাস্তব ঘটনা বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।