মালদ্বীপে ইন্ডিয়া বয়কটের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবি করে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ভিডিওটি ২০২৩ সালের জুন মাসে মালদ্বীপে 'ইন্ডিয়া আউট' প্রতিবাদ চলাকালে ধারণ করা হয়।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, মালদ্বীপে ভারতের আধিপত্যের বিরুদ্ধে বর্তমানে আন্দোলন চলছে, আর ভিডিওটি এই আন্দোলনের।। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৩ জানুয়ারি 'মো.এনামুল. সরদার' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "মালদ্বীপে ‘ইন্ডিয়া বয়কট’ ক্যাম্পেইন চলছে। দেশটির জনগণ ভারতীয় আধিপত্যবাদরে বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠছে। কারন, মোদির পক্ষে কথা বলায় দেশটির ৩ মন্ত্রীকে বরখাস্ত করেছে মালদ্বীপের প্রধানমন্ত্রী।" ওই ভিডিওটিতে একটি প্রতিবাদ মিছিলের দৃশ্য দেখানো হয়েছে, যেখানে একাধিক ব্যক্তিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোশ পরে থাকতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ভিডিওটি সাম্প্রতিক নয়। ২০২৩ সালের জুন মাসের ২৯ তারিখে মালদ্বীপে 'ইন্ডিয়া আউট' স্লোগানে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। আলোচ্য ভিডিওটি ওইসময়ে ধারণ করা হয়েছিল।
কি-ওয়ার্ড সার্চ করে স্ক্রল ডট ইন নামে ভারতীয় একটি গণমাধ্যমে ২০২৩ সালের ১ জুলাই "After ‘India Out’ protests, Maldives government issues condemnation" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, 'ইন্ডিয়া আউট' প্রতিবাদের পরে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতিবাদকারীদের দাবি ছিলো যে, ইব্রাহীম সলিহ সরকার দিল্লিমুখী এবং ভারতের সৈন্যদেরকে দ্বীপরাষ্ট্রটিতে উপস্থিত থাকার অনুমতি দেয়। স্ক্রিনশট দেখুন--
স্ক্রল ডটকমের ওই প্রতিবেদনে যুক্ত করা ২৯ জুন করা একটি এক্স (সাবেক টুইটার) পোস্ট খুঁজে পাওয়া যায়। মালদ্বীপের অধিবাসী 'Razzan' নামে ওই ব্যক্তি '#IndiaOut' ক্যাপশনে ওই পোস্টটি করেন। পোস্টটিতে যুক্ত ভিডিওটির সাথে আলোচ্য ভিডিওটির ১৮ সেকেন্ড থেকে ৩৪ সেকেন্ডে দেখানো ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ, ভিডিওটি ২০২৩ সালের ২৯ জুন ধারণ করা হয়েছে। টুইটার পোস্টটি দেখুন--
এছাড়াও, ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের ওয়েবসাইটে গত ১ জুলাই "Maldivian Govt Decries 'India Out' Protests; Says 'Won't Tolerate Hatred Against Modi...' | Watch" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে যুক্ত ভিডিওতে লেখা থাকতে দেখা যায় "মালদ্বীপে ঈদ অনুষ্ঠানের মধ্যেই ইন্ডিয়া হঠাও প্রতিবাদ অনুষ্ঠিত হয়"। স্ক্রিনশট দেখুন--
হিন্দুস্তান টাইমসের ইউটিউব চ্যানেলেও ওই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
অর্থাৎ আলোচ্য পোস্টের ভিডিওটি সাম্প্রতিক নয় বরং গত বছরের জুন মাসে মালদ্বীপে ভারত বিরোধী আন্দোলনের সময়ে ধারণ করা।
উল্লেখ্য, সম্প্রতি মালদ্বীপের সরকার বদলের পরে দেশটির মাটিতে ভারতীয় সৈন্যদের উপস্থিতিকে কেন্দ্র করে ভারত-মালদ্বীপ সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।
সুতরাং ২০২৩ সালের জুন মাসে মালদ্বীপে অনুষ্ঠিত 'ইন্ডিয়া আউট' আন্দোলনের ভিডিওকে সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।