জোনায়েদ সাকিকে নিয়ে গণমাধ্যমের লোগোসহ ভুয়া ফটোকার্ড প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে আলোচ্য ফটোকার্ডটি তাদের তৈরি নয় বলে নিশ্চিত করেছে সমকাল।
![জোনায়েদ সাকিকে নিয়ে গণমাধ্যমের লোগোসহ ভুয়া ফটোকার্ড প্রচার জোনায়েদ সাকিকে নিয়ে গণমাধ্যমের লোগোসহ ভুয়া ফটোকার্ড প্রচার](https://www.boombd.com/h-upload/2024/01/05/1020099-covers-copy-11-copy-copy.webp)
সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপে দৈনিক পত্রিকা সমকালের লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করে বলা হচ্ছে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও গণতন্ত্রের মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকির বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ এনে তাঁর স্ত্রী বিবাহ বিচ্ছেদ চেয়েছেন বলে সংবাদ প্রচার করেছে পত্রিকাটি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
আজ ৫ জানুয়ারি 'Mohsin Sardar' নামের ফেসবুক প্রোফাইল থেকে "ও সাগী সাগী রে" ক্যাপশনে একটি পোস্ট করা হয়। উক্ত পোস্টে দৈনিক সমকালের লোগোযুক্ত একটি ফটোকার্ড যুক্ত করা হয়। ওই ফটোকার্ডে লেখা থাকতে দেখা যায়, "জোনায়েদ সাকির বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ এনে বিবাহ বিচ্ছেদ চাইলেন তাসলিমা"। ফটোকার্ডটি আজ ৫ জানুয়ারি প্রকাশিত হয়েছে বলে এতে উল্লেখ রয়েছে। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। দৈনিক সমকালের লোগো ব্যবহার করে তৈরি করা ওই ফটোকার্ডটি দৈনিক সমকালের তৈরি করা নয় বলে গণমাধ্যমটি নিশ্চিত করেছে।
কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক সমকালের অনলাইন পোর্টালসহ কোনো গণমাধ্যমে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও গণতন্ত্রের মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকিকে নিয়ে এ সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি। এমনকি দৈনিক সমকালের ভেরিফাইড ফেসবুক পেজেও ৫ জানুয়ারি এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে দৈনিক সমকালের ভেরিফাইড ফেসবুক পেজে সার্চ এর মাধ্যমে ৫ জানুয়ারি বিকেল ৪টা ৫৯ মিনিটে প্রকাশিত "সমকালের নামে ছড়ানো এই নিউজ কার্ডটি ভুয়া" লেখা সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। এতে আলোচ্য ফটোকার্ডটি জুড়ে দিয়ে এর উপরে 'FAKE' লেবেল সীল করা হয়েছে। সমকালের পোস্টের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ "জোনায়েদ সাকির বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ এনে বিবাহ বিচ্ছেদ চাইলেন তাসলিমা" লেখাযুক্ত ফটোকার্ডটি দৈনিক সমকাল প্রকাশ করেনি।
প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচন বর্জন করে এর তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করছে, দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো। একই দাবিতে আন্দোলন করছেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও গণতন্ত্রের মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকিও। আজও রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে একই দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন তিনি।
সুতরাং দৈনিক সমকালের লোগো যুক্ত করে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।