কুয়েটের ইস্যুতে ছাত্রদলের নামে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে ভাইরাল প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া বলে নিশ্চিত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যাডে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দাবি করা হয়, কুয়েটে ছাত্রদলের বর্তমান কমিটির সকলকে সাময়িক বহিষ্কার এবং সকল সাংগঠনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৮ ফেব্রুয়ারি ‘Mohammed Habib Ullah’ নামের আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করে উল্লেখ্য করা হয়, "কথিত আপোষহীনের পুতাইন চুড়ি পড়ে নাও ! তোমরা রাজপথে মার খাবা, আর তোমাদের সেন্ট্রাল লিডার বৈ.বি.ছা'র কাছে উল্টো মাফ চেয়ে আপোষ করবে।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য বিজ্ঞপ্তিটি ভুয়া। প্রকৃতপক্ষে কুয়েট ছাত্রদল নিয়ে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি বলে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
ভাইরাল বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি প্রকাশের তারিখ হিসেবে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ উল্লেখ করা হয়েছে। কি-ওয়ার্ড সার্চ করে উক্ত তারিখে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এমন কোনো বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে গিয়েও আলোচ্য বিজ্ঞপ্তিটি খুঁজে পাওয়া যায়নি।
তবে, সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে গত ১৮ ফেব্রুয়ারি ভাইরাল বিজ্ঞপ্তিটি নিয়ে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে উল্লেখ্য করা হয়, এটি গোপন সংগঠনের অকাজ এবং প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, ভুয়া ও ভিত্তিহীন। পোস্টটি দেখুন--
অর্থাৎ ফেসবুকে প্রচারিত ভাইরাল বিজ্ঞপ্তিটি ভুয়া। ছাত্রদলের বর্তমান কমিটির সকলকে সাময়িক বহিষ্কার এবং সকল সাংগঠনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে দাবিতে কেন্দ্রীয় ছাত্রদল কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।
সুতরাং ভুয়া বিজ্ঞপ্তি পোস্ট করে ছাত্রদলের বিজ্ঞপ্তি দাবিতে পোস্ট করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।