ছবিটি এআই জেনারেটেড, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের নয়
গণমাধ্যমের খবরে জানা গেছে ছবিটি ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে আহত কোনো শিশুর নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা।
সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে যুদ্ধ বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তুপে পড়ে থাকা একটি আহত শিশুর ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে আহত শিশুর ছবি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২০ অক্টোবর 'স্বপ্ন নীল' নামের একটি ফেসবুক পেজ থেকে এমন একটি পোস্ট করে লেখা হয়, "মনে করেন এটি আপনার শিশু, তখন আপনার কাছে কেমন লাগবে..! জি ন্দা বা দ জি*ন্দা* বা*দ।ফি* লি*স্তি*ন জি ন্দা বা দ।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পোস্টটি দেখে কমেন্ট বক্সে ব্যবহারকারীরা দৃশ্যটিকে ভয়াবহ ও হৃদয় বিদারক উল্লেখ করে স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন। কমেন্ট বক্সের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ইউরোপিয়ান টেলিভিশন নেটওয়ার্ক 'ইউরো নিউজ' জানিয়েছে ছবিটি ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে আহত কোনো শিশুর নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ছবি।
সার্চ করে মূলধারার বা গ্রহণযোগ্য কোনো মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে আহত শিশুদের ছবির সাথে আলোচ্য পোস্টের ছবিটির কোন সামঞ্জস্য পাওয়া যায়নি।
পরবর্তীতে, রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে গত ১২ ফেব্রুয়ারি আলোচ্য ছবিসহ একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
এছাড়া, কি-ওয়ার্ড সার্চ করে সামাজিক মাধ্যম 'এক্স (সাবেক টুইটার)' এ ইউরোপিয়ান টেলিভিশন নেটওয়ার্ক 'ইউরো নিউজ' এর ভেরিফাইড একাউন্ট থেকে গত ২৪ অক্টোবর "Israel-Hamas War: This viral image of a baby trapped under rubble turned out to be fake and AI-generated #TheCube" শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "ছবিটি (আলোচ্য) এআই জেনারেটেড"। প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--
উপরের আলোচ্য ছবিটিতে শিশুটির হাতের আঙ্গুলের গঠনের অস্বাভাবিকতা-অস্পষ্টতা (হলুদ মার্ক) এবং মুখমন্ডলে রক্তহীন কৃত্তিম ক্ষতস্থান (লাল মার্ক) পরিলক্ষিত হয়, যা এআই টুলস এর দুর্বল দিক হিসেবে পরিচিত। এছাড়াও ছবিটিকে বিভিন্ন এআই শনাক্তকরণ টুলস ব্যবহার করলেও ফলাফল এআই জেনারেটেড ছবি নির্দেশ করে।
পাশাপাশি, জেরুজালেম ভিত্তিক সংবাদমাধ্যম 'জেরুজালেম পোস্ট'ও ছবিটিকে এআই জেনারেটেড বলে প্রতিবেদনে উল্লেখ করেছে।
অর্থাৎ আলোচ্য ছবিটি সাম্প্রতিক ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের অন্তত সাত মাস আগে থেকেই ইন্টারনেটে বিদ্যমান রয়েছে।
এমনকি ছবিটির প্রিন্টেড ভার্সন যুক্ত প্ল্যাকার্ড-পোস্টার নিয়ে বিভিন্ন সময়ে আন্দোলন করতে দেখা গেছে। এছাড়াও ফ্রান্সের একটি পত্রিকার কভার পেজে আলোচিত ছবি যুক্ত প্ল্যাকার্ডের ছবি ডিসক্লেইমার ব্যতীত প্রকাশ হতেও দেখা গেছে। যদিও পরবর্তীতে পত্রিকা কর্তৃপক্ষ বিষয়টিতে দুঃখ প্রকাশ করেছে। দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এআই জেনারেটেড।
সুতরাং বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তুপের মাঝে আহত শিশুর এআই জেনারেটেড ছবিকে চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে আহত শিশুর বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।