এটি ক্যাপ্টেন মাজেদের লাশ উত্তোলনের ভিডিও নয়
বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদের লাশ উত্তোলনের ভিডিও দাবি করে পুরাতন ভিডিও ভাইরাল
বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ক্যাপ্টেন মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ১১ এপ্রিল দিবাগত রাতে। এরপর ভোরে তার লাশ নারায়ণগঞ্জে দাফন করা হয়। ভোলা জেলার বাসিন্দা মাজেদের লাশ নারায়ণগঞ্জে দাফনের পর স্থানীয় কিছু মানুষ এর প্রতিবাদ করেন। মাজেদের লাশ কবর থেকে উত্তোলন করারও হুমকি দেন কয়েকজন। তাদের হুমকির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
এরপর একটি ভিডিও কয়েকটি ফেসবুক পেইজে প্রকাশ করে দাবি করা হয়, এটি মাজেদের লাশ উত্তোলনের দৃশ্য।
ফ্যাক্ট চেক:
রিভার্স ইমেজ সার্চে দেখা যাচ্ছে, মাজেদের লাশ উত্তোলনের দৃশ্য বলে দাবি করা ভিডিওটি ইউটিউব ও ফেসবুকে আরও আগে থেকেই রয়েছে।
এটি কোন ঘটনার ভিডিও তা নিশ্চিত হওয়া না গেলেও ২০১৯ সালের অক্টোবর মাসে এটি প্রথম ফেসবুকে আপলোড করা হয়।
এরপর বিভিন্ন সময়ে অন্যান্য ফেসবুক ও ইউটিউবের বিভিন্ন চ্যানেলে আপলোড করা হয়েছে। প্রায় সব জায়গাতেই একই ক্যাপশন ব্যবহার করা হয়েছে ভিডিওটির--
"হার্টএ্যাটাক রোগীরা দেখবেন না প্লীজ, কারন লাশ তোলা হচ্ছে | বিশখালী থেকে উদ্ধার লাশ পাথরঘাটায় দাফনের পরে থানা পুলিশের মাধ্যমে খুজে পান লাশের আসল স্বজন | কবর থেকে সেই লাশ আবার ফিরিয়ে নিয়ে যান তার মা।"