ভিন্ন ঘটনার ছবিকে প্রধান উপদেষ্টার পদত্যাগের বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৪-এ প্রধান উপদেষ্টার পরিদর্শন বইতে মন্তব্য লেখার সময় ছবিটি ধারণ করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস’র একটি একাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন এবং মার্শাল ল জারি করেছেন। পোস্টটি দেখুন এখানে। পাশাপাশি একই দাবিতে ফেসবুকেও বিভিন্ন একাউন্ট থেকে পোস্ট করা হচ্ছে। কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১০ অক্টোবর 'iscians_core' নামের একটি থ্রেডস একাউন্ট থেকে ছবিটি পোস্ট করে বলা হয়, "পদত্যাগ করলেন ড.মুহাম্মদ ইউনুস!!! সারাদেশে মার্শাল’ল জারি!!!" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ছবিটি গত ৬ অক্টোবর সেনাবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত 'সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৪'-এ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত হয়ে পরিদর্শন বইতে নিজের মন্তব্য লেখার সময়ে ছবিটি তোলা হয়।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে "সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস" আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (Inter-Services Public Relations) বা আইএসপিআর এর ওয়েবসাইটে একটি সংবাদ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। গত ০৬ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রকাশিত ছবিটি সঙ্গে ভাইরাল ছবিটির মিল খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, গত ৬ অক্টোবর সেনাবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত 'সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪'-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সে সময় পরিদর্শন বইতে নিজের মন্তব্য লিপিবদ্ধ করেন। স্ক্রিনশট দেখুন--
উল্লিখিত সংবাদ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে কি-ওয়ার্ড সার্চ করে "দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে" শিরোনামে জাতীয় দৈনিক 'কালের কণ্ঠের' অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে প্রকাশিত ছবিটির সঙ্গে ফেসবুকে ভাইরাল ছবিটির মিল খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল ঢাকায় সেনাবাহিনী সদর দপ্তরে 'সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪' কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন। স্ক্রিনশট দেখুন--
এদিকে কি-ওয়ার্ড সার্চ করে 'ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ' এবং 'মার্শাল ল জারি' সম্পর্কিত দাবির ব্যাপারে কোনো ধরণের তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। এমনকি তার পদত্যাগের বিষয়ে কোনো সরকারি ঘোষণা আসেনি। এছাড়াও, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের পদত্যাগ করার তথ্যটি সঠিক নয় বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেননি। ভাইরাল দাবিতে প্রচারিত ছবিটি ৬ অক্টোবর সেনাবাহিনী সদর দপ্তরে 'সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪' কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করার সময়কার।
সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন এবং সারাদেশে মার্শাল ল জারি করা হয়েছে দাবিতে পোস্ট করা হচ্ছে থ্রেডস এবং ফেসবুকে, যা বিভ্রান্তিকর।