বাচ্চা কোলে নিয়ে চিত্রনায়িকা বুবলির ছবিটি এডিটেড
বুম বাংলাদেশ দেখেছে, ইন্টারনেট থেকে পাওয়া একটি ছবিতে ঢালিউড চিত্রনায়িকা বুবলির মুখের ছবি বসিয়ে ছবিটি তৈরি করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি খবর শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ছবিতে নিজের সন্তানকে কোলে নিয়ে ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী বুবলিকে দেখা যাচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৬ এপ্রিল 'লাল সবুজের দেশ বাংলাদেশ 🇧🇩' নামের একটি গ্রুপে 'তুলনা সাউন্ড সিস্টেম' নামের একটি আইডি থেকে একটি সংবাদ শেয়ার করে লেখা হয়, 'বুবলীর কন্যা সন্তানের বাবার নাম প্রকাশ করলেন তার মা'। উক্ত খবরের কভার ইমেজ হিসেবে বাচ্চা কোলে বুবলির দুটি ছবির একটি কোলাজ ব্যবহার করা হয়েছে। পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য খবরের সাথে যুক্ত প্রথম ছবিটি এডিটেড, প্রকৃতপক্ষে ছবিটি ঢালিউড অভিনেত্রী বুবলির নয়। এডিটেড ছবিটির প্রকৃত ছবিটি খুঁজে পাওয়া গেছে, যে ছবিটিকে এডিট করে বুবলির চেহারা বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করে প্রচার করছে, কিছু অখ্যাত অনলাইন পোর্টাল।
প্রথম ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে প্রকাশিত একটি স্থানীয় পত্রিকার অনলাইন ভার্সনে প্রকৃত ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির স্ক্রিনশট দেখুন--
এবারে প্রকৃত ছবিটির সাথে অখ্যাত পত্রিকায় প্রকাশিত বুবলিকে নিয়ে এডিটেড ছবিটির পাশাপাশি তুলনা দেখুন--
মূলত, Bakersfield.com নামের ওই অনলাইন নিউজ পোর্টালটি ২০১৮ সালের ১ জানুয়ারি তাঁদের অঞ্চলে ওই বছরের প্রথম শিশুর জন্ম হওয়ার সংবাদ প্রচার করে। সংবাদের সাথে শিশুটি এবং তার মায়ের ছবি প্রকাশ করে ওই পোর্টালটি।
এদিকে, খবরের শিরোনামে "বুবলীর কন্যা সন্তানের বাবার নাম প্রকাশ করলেন তার মা" বলা হলেও, খবরের বিস্তারিত অংশে গিয়ে দেখা যায় প্রাসঙ্গিক কোন তথ্যই দেয়া হয়নি। বরং খবরের মানোত্তীর্ণ নয় এমন ভাষায় কিছু ভিন্ন কথা বলা হয়েছে। খবরটি পড়তে চাইলে, দেখুন এখানে।
অর্থ্যাৎ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি সংবাদপত্রে প্রকাশিত ছবিতে বুবলির চেহারা এডিট করে বসিয়ে ফেসবুকে বুবলি এবং তার সন্তানের ছবি হিসেবে প্রচার করা হচ্ছে। তবে আলোচ্য খবরে কভার ইমেজ হিসেবে ব্যবহৃত কোলাজের দ্বিতীয় ছবিটিকে যাচাই করে দেখেনি বুম বাংলাদেশ।
সুতরাং বাচ্চা কোলে যুক্তরাষ্ট্রের এক মায়ের ছবিকে এডিট করে বুবলির চেহারা বসিয়ে তাঁর বাচ্চা হওয়ার খবর প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।