ঋষি সুনকের পুরোনো ভিডিও বিভ্রান্তিকর দাবিতে প্রচার
বুম বাংলাদেশ দেখছে, ভিডিওটি ২০২০ সালের যখন ঋষি সুনক কোভিড বিধি মেনে দীপাবলি উৎসব পালনের আহ্বান জানিয়েছিলেন।
সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কার্যালয়ে প্রবেশের আগে সনাতন ধর্ম বিধি মেনে ঋষি সুনাক প্রদীপ জ্বালিয়েছেন। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৭ অক্টোবর 'মৃন্ময় জানা' নামের একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও ফুটেজ শেয়ার করা হয় যাতে লেখা, "ইনি ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি_সুনক, ধর্মে হিন্দু। প্রথম দিনে অফিসে ঢোকার সময় দরজার ফ্রেমের সামনে স্বস্তিকা ও গোপদ্ম তৈরি করে প্রদীপ জ্বালিয়ে ... জয় সনাতন 🙏🚩"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটির বর্ণনায় করা দাবিটি সঠিক নয়। ভিডিওটি ঋষি সুনাকের ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কার্যালয়ে প্রবেশের আগের নয় বরং ২০২০ সালের দীপাবলি উৎযাপনের।
ভিডিওটি থেকে কী-ফ্রেম কেটে রিভার্স সার্চ করে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম দি গার্ডিয়ানে 'Rishi Sunak urges Hindus to stick to lockdown rules at Diwali' শিরোনামে একটি প্রতিবেদনে দৃশ্যটি খুঁজে পাওয়া যায়, যা ২০২০ সালের ১৩ নভেম্বর প্রকাশিত হয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, তৎকালীন যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা ঋষি সুনক তার অফিসের প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করে কোভিড-১৯ এর লকডাউন নিয়ম মেনে উৎসব পালনের অনুরোধ জানিয়েছিলেন। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও খবরটি একই বিবরণে সংবাদমাধ্যম বিবিসি সহ একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হতে দেখা গেছে।
দীপাবলি উৎসব পালনের ভিডিওটি ঋষি সুনাক তৎকালে নিজের টুইটার হ্যান্ডেলেও পোস্ট করেছিলেন।
অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক নয় বরং দুই বছর পুরোনো ঘটনার, যখন ঋষি সুনাক অর্থমন্ত্রী ছিলেন।
সুতরাং ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী দুই বছর পুরোনো একটি ভিডিওকে সাম্প্রতিক দাবি করে ভিন্ন দাবিতে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।