কাতার বিশ্বকাপের ফাইনালে মেসিকে পরানো বিশত বাংলাদেশে তৈরি নয়
বুম বাংলাদেশ দেখেছে, ট্রফি হাতে তুলে দেওয়ার আগে মেসিকে পরানো বিশত পোশাকটি তৈরি হয়েছে কাতারের প্রতিষ্ঠান আল-সালেমে।
সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে পোস্ট করে বলা হচ্ছে, কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল শেষে হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেয়ার ঠিক আগ মুহুর্তে মেসিকে পরানো বিশত নামের পোশাকটি বাংলাদেশের বগুড়ায় তৈরি। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ২০ ডিসেম্বর 'Shamsun Saba' নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "বিশ্বকাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেসির হাতে কাপ তুলে দেওয়ার আগে যে একটি কালো রঙের আলখাল্লা বা 'বিশ্ত' পরিয়ে দেন কাতারের রাজা তা বাংলাদেশে তৈরি। বিশ্বকাপের জন্যেই এই বিশ্ত বগুড়া জেলার হাপুনিয়া গ্রামে তৈরি করা হয়েছে। সোর্সঃ পাবলিকিয়ান। তথ্যটা শতভাগ সত্য কিনা জানিনা। তবে বেস্ত(vest) বগুড়াতে তৈরি হয় এবং সেগুলো কাতার বা এইসব দেশে প্রচুর রপ্তানী হয়।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। মেসিকে উপহার দেওয়া বিশত নামের কাতারের ঐতিহ্যবাহী ওই পোশাকটি তৈরি হয়েছে কাতারের দোহায় অবস্থিত আল-সালেম নামের একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানে।
পোশাকটিসহ মেসির ছবির রিভার্স ইমেজ সার্চ ও কি-ওয়ার্ড অনুসন্ধানে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের ওয়েবসাইটে "World Cup boom for maker of bisht given to Messi" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "Salem recognized his company tag and is now celebrating his own World Cup victory.(কোম্পানির ট্যাগ লাগানো দেখে সালেম বুঝতে পারেন বিশতটি তার প্রতিষ্ঠানেই বানানো) এখন তিনি নিজের বিশ্বজয় উদযাপন করছেন)"। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, sbsnews নামে আরেকটি অনলাইন সংবাদমাধ্যমেও 'Lionel Messi wore a $3,300 cloak as he lifted the World Cup. It was a moment that 'stunned' its maker' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
আরও অনুসন্ধানে বিশত আল সালেম নামের ওই প্রতিষ্ঠানটির ইনস্টাগ্রাম একাউন্ট খুঁজে পাওয়া যায়। ওই ইন্সটাগ্রাম একাউন্ট থেকে জানা যায়, প্রতিষ্ঠানটি কাতারের সোউক ওয়াকিফে অবস্থিত এবং ৬০ বছরের বেশি সময় ধরে পোশাক শিল্পের সাথে জড়িত। ইন্সটাগ্রাম একাউন্টটিতে গত ১৯ ডিসেম্বর পোস্টকৃত মেসির বিশ্বকাপ হাতে তুলে নেওয়ার একটি ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটিতে আরবি ভাষায় লেখা আল সালেম নামের একটি কোম্পানির লোগো থাকতে দেখা যায়। ইন্সটাগ্রাম পোস্টটি দেখুন--
অর্থ্যাৎ মেসিকে কাতারের উপহার দেওয়া বিশত নামের পোশাকটি কাতারের দোহা শহরের বিশত আল সালেম নামের একটি কোম্পানি প্রস্তুত করেছে।
সুতরাং কাতার বিশ্বকাপের ফাইনালের পুরস্কার বিতরণীর সময় মেসিকে পরানো বিশত পোশাকটি বাংলাদেশে প্রস্তুত করা হয়েছে বলে যে প্রচার করা হচ্ছে ফেসবুকে, তা সঠিক নয়।