বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের খবরটি ভিত্তিহীন
বুম বাংলাদেশ দেখেছে, শিরোনামে বিসিবি সভাপতির পদত্যাগের কথা বলা হলেও খবরের বিষয়বস্তুতে এ সংক্রান্ত কোনো তথ্য নেই।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে অখ্যাত অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের সিদ্ধান্তের খবর দেয়া হচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৩ ডিসেম্বর 'News update 24' নামের ফেসবুক গ্রুপে "আমাদের সময় " নামের একটি পেজ থেকে এমন একটি লিংক শেয়ার করে লেখা হয়, "২০১৩ সাল থেকে প্রতীক্ষার অবসান ঘটলো আজ,পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, শিরোনামে করা দাবিটি ভিত্তিহীন আর খবরের বিস্তারিত অংশে এ সংক্রান্ত কোন তথ্যের উল্লেখ নেই বরং অপ্রাসঙ্গিক বাক্য জুড়ে দেয়া হয়েছে।
ফেসবুক পোস্টে যুক্ত করা অনলাইন পোর্টালের খবরের লিংকে গিয়ে দেখা যায়, খবরের শিরোনামে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের কথা বলা হলেও খবরের বিষয়বস্তুতে এ সংক্রান্ত কোন তথ্যের উল্লেখ নেই। বরং বিষয়বস্তুতে অপ্রাসঙ্গিক কিছু বাক্য এলোমেলোভাবে জুড়ে দেয়া হয়েছে। দেখুন স্ক্রিনশট--
আরও নিশ্চিত হতে একাধিকবার সার্চ করেও, নাজমুল হাসান পাপনের পদত্যাগ সংক্রান্ত কোনো খবর স্বীকৃত জাতীয় কিংবা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমেই প্রকাশিত হতে দেখা যায়নি।
বরং সার্চ করার পর, অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম বাংলানিউজ২৪ ডটকমে গতকাল ১৯ ডিসেম্বর "স্টেডিয়াম চাই না, খেলার মাঠ চাই: পাপন" একটি খবর খুঁজে পাওয়া যায়। খবরটি থেকে জানা যায়, সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২ এ শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন। দেখুন খবরের স্ক্রিনশট--
এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট www.tigercricket.com.bd তে গিয়ে সার্চ করে দেখা যায়, সংস্থাটির সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের ছবি ও তাঁর পরিচয় বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। এছাড়া এই ওয়েবসাইটের নিউজ এবং মিডিয়া রিলিজ অংশে বিসিবি সভাপতির পদত্যাগ বা পদত্যাগের সম্ভাবনা সংক্রান্তও কোন খবর পাওয়া যায়নি। দেখুন স্ক্রিনশট--
অর্থাৎ বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের তথ্যটি সঠিক নয়।
সুতরাং চটকদার শিরোনাম দিয়ে বিস্তারিত অংশে অপ্রাসঙ্গিক তথ্য উল্লেখ করে একাধিক অখ্যাত অনলাইন পোর্টালে প্রকাশিত বিসিবি সভাপতির পদত্যাগের ভিত্তিহীন খবরের লিংক ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।