বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের ভিত্তিহীন খবর ফেসবুকে
বুম বাংলাদেশ দেখেছে, শিরোনামে বিসিবির সভাপতির পদত্যাগের সিদ্ধান্তের তথ্য দেয়া হলেও খবরের বিষয়বস্তু ভিন্ন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে অখ্যাত অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের সিদ্ধান্তের খবর দেয়া হচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৩ আগস্ট 'নিউজ বাংলা' নামের ফেসবুক আইডি থেকে এমন একটি লিংক শেয়ার করে লেখা হয়, "সবাইকে হতভম্ভ করে হঠাৎ বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ এর সিদ্ধান্ত পাপনের, জল্পনা তুঙ্গে"। স্ক্রিনশট দেখুন--
খবরের বিষয়বস্তুতে লেখা হয়েছে, "বর্তমান প্রেক্ষাটটে টি-২০তে একেবারেই দুর্বল বাংলাদেশ টিম। এই পরিস্থিতিতে যে কোন দলের সাথে খেললে নিশ্চিত হারবে বাংলাদেশ। যে জিম্বাবুয়ে টাকার অভাবে ক্রিকেটারদের জুতা দিতে পারেনা অথচ তারা কিনাই বাংলাদেশকে নাকানি চুবানি খাওয়াইলো। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। আসন্ন এই বিশ্বকাপে বাংলাদেশ দলকে কে নেতৃত্ব দিবে তা নিয়ে আলোচনা চলছে বেশ কয়েক দিন ধরে। এরই মধ্যে চলমান জিম্বাবুয়ে সিরিজে নুরুল হাসান সোহানকে টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়।" খবরের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, শিরোনামে করা দাবিটি ভিত্তিহীন আর খবরের বিস্তারিত অংশের বিষয়বস্তুও ভিন্ন।
কি ওয়ার্ড ধরে সার্চ করার পর দেখা গেছে, অনলাইন পোর্টালের খবরের বিষয়বস্তু পুরোনো একটি খবর থেকে কপি করা। ৪ আগস্ট সংবাদমাধ্যম চ্যানেল২৪-এর অনলাইন সংস্করণে "বিশ্বকাপের সম্ভাব্য অধিনায়কের নাম জানালেন পাপন" শিরোনামে প্রকাশিত খবরে বলা হয়েছে, "আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। আসন্ন এই বিশ্বকাপে বাংলাদেশ দলকে কে নেতৃত্ব দিবে তা নিয়ে আলোচনা চলছে বেশ কয়েক দিন ধরে। এরই মধ্যে চলমান জিম্বাবুয়ে সিরিজে নুরুল হাসান সোহানকে টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়।" স্ক্রিনশট দেখুন--
চ্যানেল২৪-এর অনলাইন সংস্করণে প্রকাশিত এই প্রতিবেদনটিকেই সামান্য পরিবর্তনসহ কপি করে আলোচ্য অনলাইন পোর্টালতে প্রকাশ করা হয়েছে। অনলাইন পোর্টালের খবর ও মূল খবরের পাশাপাশি স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ অখ্যাত পোর্টালে প্রকাশিত খবরের শিরোনামের সাথে বিষয়বস্তুর কোনো মিল নেই। খবরটির শিরোনামে এক ধরনের তথ্য দেয়া হলেও খবরের বিস্তারিত অংশে সে সম্পর্কিত কোনো তথ্য নেই।
কি-ওয়ার্ড ধরে সার্চ করার পর, দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে গত ২৮ আগস্ট প্রকাশিত "কাউকে ভয় পাই না: পাপন" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বিসিবি সভাপতি হিসাবে নাজমুল হাসান পাপনকেই পরিচয় দেয়া হয়েছে। অর্থাৎ তিনি স্বপদে বহাল আছেন। স্ক্রিনশট দেখুন--
সুতরাং চটকদার শিরোনাম দিয়ে বিস্তারিত অংশে ভিন্ন তথ্য উল্লেখ করে পুরোনো খবর কপি করে একাধিক অনলাইন পোর্টালে প্রকাশ করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।