অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ীদের ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেননি পাপন
বুম বাংলাদেশ দেখেছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নামে ভুয়া মন্তব্য প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক গ্রুপ, আইডি ও পেজ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়েরা ভালো খেলায় পাপন তাঁদেরকে ২০ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৭ ডিসেম্বর 'Md Abubokor' নামের একটি আইডি থেকে এমন একটি পোস্ট করে লেখা হয়, "তারা অনেক সুন্দর খেলেছে তাই আমি নিজে থেকেই তাদের জন্য ২০ লক্ষ টাকা দিবো: নাজমুল হাসান পাপন।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। কোনো তথ্যসূত্র ছাড়াই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের নামে উক্ত মন্তব্যটি প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে বিসিবি সভাপতি অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের সঙ্গে ডিনারের ঘোষণা দিয়েছিলেন বলে বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদন পাওয়া যায়।
কি-ওয়ার্ড সার্চ করে সম্প্রতি অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের এশিয়া কাপ জয়ের পর বিসিবির পক্ষ থেকে তাদেরকে অর্থ পুরষ্কারের ঘোষণা দেওয়া নিয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে, শেরাটনে যুব এশিয়া কাপজয়ীদের সঙ্গে পাপনের ডিনার পার্টি শিরোনামে ২০ ডিসেম্বর ইউটিউবে পোস্ট করা বেসরকারি সম্প্রচার মাধ্যম সময় টিভির এক প্রতিবেদনে বলা হয়, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী ক্রিকেটারদের নিয়ে রাজধানীর হোটেল শেরাটনে ডিনার পার্টির আয়োজন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে পাপন বলেন, "আমি চাই ওরা শুধু খেলায় কনসেন্ট্রেট করুক। ওরা মাত্র খেলা শুরু করেছে, শিখছে। এই সময়টায় ওদের মাথায় কোনো টাকাপয়সার চিন্তা আসাই উচিত না। যখন সময় হবে বিসিবি ওদের দেখবে।" স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ এশিয়া কাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের ২০ লাখ টাকার পুরষ্কার ঘোষণা দেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গত ১৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। যুবদের সাফল্যের পর পুরষ্কারস্বরূপ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাদের নিয়ে ডিনারের আয়োজন করেন।
সুতরাং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী ক্রিকেটারদের জন্য ২০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা দেন বলে ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।