ভারতীয় সমর্থকদের টেলিভিশন ভাঙার ভিত্তিহীন খবর প্রচার
বুম বাংলাদেশ দেখছে, ছবিটি পুরোনো এবং আনন্দবাজার পত্রিকার বরাতে প্রচারিত ৪২,৮৯৩ টি টেলিভিশন সেট ভাঙার খবরটিও ভিত্তিহীন।
সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ছবি শেয়ার করে ভারতের কলকাতা ভিত্তিক প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার বরাতে দাবি করা হচ্ছে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠার লড়াইয়ে ইংল্যান্ড ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারানোর পর ভারতের ক্ষুব্ধ সমর্থকরা ৪২,৮৯৩ টি টেলিভিশন এবং ১,৯৪,৫৩১ টি মোবাইল সেট ভেঙেছেন। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১০ নভেম্বর 'Bhangladash Cricket Fans' নামের একটি ফেসবুক পেজ থেকে ছবিটি শেয়ার করা হয় যার ক্যাপশনে লেখা, "ওপার থেকে টিভি ভাঙ্গার আওয়াজে থাকা যাচ্ছে না......... এখন পর্যন্ত ৪২,৮৯৩ টি টিভি ও ১,৯৪,৫৩১ টি মোবাইল ভাঙ্গার খবর পাওয়া গেছে 🤣🤣🤣 সূত্র ঃ- আনন্দবাজার পত্রিকা"। ছবিটিতে ভাঙ্গা টেলিভিশন সেট পরে থাকতে দেখা যাচ্ছে। স্ক্রিনশট দেখুন--
প্রসঙ্গত গতকাল ১০ নভেম্বর চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়ে ইংল্যান্ড ফাইনালে উঠেছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, তথ্যটি ভিত্তিহীন এবং ছবিটিও সাম্প্রতিক নয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার গত ২৪ ঘন্টায় প্রকাশিত প্রতিবেদনের মধ্যে '৪২,৮৯৩ টি টিভি ও ১,৯৪,৫৩১ টি মোবাইল ফোন ভাঙার' খবর খুঁজে পাওয়া যায়নি।
আবার, বিভিন্ন ভাষায় একাধিক কীওয়ার্ড ধরে সার্চ করার পর নির্ভরযোগ্য কোনো সংবাদ মাধ্যমে এ ধরণের কোনো খবরের আলোচ্য ফেসবুক পোস্টে দাবিকৃত সংখ্যা উল্লেখপূর্বক টেলিভিশন সেট বা মোবাইল সেট ভাঙা সংক্রান্ত কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ খবরটি ভিত্তিহীন। আনন্দবাজার পত্রিকায় যেমন এ ধরনের কোনো খবর প্রকাশিত হতে দেখা যায়নি, তেমনি অন্য কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমেও এরকম কোনো খবর প্রকাশিত হয়নি।
অন্যদিকে, আলোচ্য ফেসবুক পোস্টে রাস্তায় পরে থাকা ভাঙা টেলিভিশন সেটের ছবিটিও সাম্প্রতিক নয়।
রিভার্স সার্চ করার পর, টাইমস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বোম্বাই টাইমসের অফিশিয়াল টুইটার একাউন্টে অন্য কয়েকটি ছবির সাথে আলোচ্য ছবিটিও খুঁজে পাওয়া যায়। ২০১৭ সালের ১৯ জুন করা টুইটটির ক্যাপশনে লেখা , 'TV sets broken on the streets of Ahmedabad after India's defeat by Pakistan in the #CT2017Final'। টুইটটি দেখুন এখানে--
সার্চ করার পর, ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় 'Shattered cricket fans smash TV sets' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যা একই দিন অর্থাৎ ২০১৭ সালের ১৯ জুন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি থেকে জানা যায়, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭-এর ফাইনালে ভারত পাকিস্তানের কাছে হেরে যাওয়ায়, আহমেদাবাদ সহ বেশ কিছু এলাকায় ভারতীয় সমর্থকরা ক্ষোভে কয়েকটি টিভি সেট ভাঙচুর করেন। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ছবিটি সাম্প্রতিক নয় বরং ৫ বছর পুরোনো।
সুতরাং ৫ বছর পুরোনো ছবি দিয়ে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ভারতের বড় হারের কারণে ভারতীয় ক্ষুব্ধ সমর্থকদের হাজার হাজার টেলিভিশন সেট ও মুঠোফোন ভাঙার খবর ফেসবুকে প্রচার করা হচ্ছে আনন্দবাজার পত্রিকার বরাত দিয়ে, যা ভিত্তিহীন।