কলাবাগানের ছাত্রী নিহতের ঘটনায় জাকির নায়েককে জড়িয়ে ভুয়া খবর প্রচার
জাকির নায়েকের একাধিক ফুটেজ ব্যবহার করে ভিত্তিহীন দাবি করা হয়েছে ফেসবুকে প্রচারিত ভিডিওটিতে
ফেসবুকে একটি ভিডিওতে দাবি করা হয়, আনুশকার ধর্ষণ নিয়ে ভয়ংকর তথ্য দিয়েছেন জাকির নায়েক। দেখুন পোস্টটি এখানে।
Mahc Drama Tv নামের পেইজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয় যার ক্যাপশন ছিল, এবার আনুশকা ও দিহানের ধ'র্ষণের ঘটনা নিয়ে মুখ খুললেন জাকির নায়েক l Dr Zakir Naik।
দেখুন স্ক্রিনশট--
ফ্যাক্টচেক
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, বাংলাদেশের আনুশকা নামক ছাত্রী নিহতের ঘটনা নিয়ে ইসলামী বক্তা জাকির নায়েকের মন্তব্য করার দাবিটি অসত্য। প্রথমত, পুরো ভিডিওটিতে ডাঃ জাকির নায়েক ধর্ষণ ও তার বৈশ্বিকচিত্র নিয়ে কথা বললেও বাংলাদেশের সাম্প্রতিক সময়ের আলোচিত আনুশকা-ফারহানের ঘটনা নিয়ে তিনি কিছুই বলেননি। পুরো ভিডিওটি মূলত ডা জাকির নায়েকের তিনটি আলাদা ভিডিও যুক্ত করে তৈরি করা হয়েছে কিন্তু সেখানে কোথাও এই ঘটনা নিয়ে কোনো কিছুর উল্লেখ নেই।
এছাড়া আগেও জাকির নায়েক কে নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়া খবর ছড়িয়েছে যা যাচাই করেছিল বুম বাংলাদেশ। দেখুন এমন একটি প্রতিবেদন, 'জাকির নায়েককে সম্মান প্রদর্শন' দাবি করে বিভ্রান্তিকর ভিডিও প্রচার।
সাম্প্রতিক সময়ে কলাবাগানের উক্ত ছাত্রী নিহত হওয়ার ইস্যুটি নিয়ে একাধিক ভিত্তিহীন খবর সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়েছে যা যাচাই করে চিহ্নিত করা হয়েছিল। এরকম একটি দুটি রিপোর্ট দেখুন নিচে--