ব্যরিস্টার সুমনের নির্বাচনী প্রচারণার ছবি ভিন্ন প্রার্থীর বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, হবিগঞ্জে ব্যারিস্টার সুমনের নির্বাচনী প্রচারনার ছবি চট্টগ্রামের নারায়নহাটের বলে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজে জনতার সমাগমের একটি পোস্টের স্ক্রিনশট যুক্ত করে বলা হচ্ছে, চট্টগ্রামের ফটিকছড়ির নারায়নহাটে চট্টগ্রাম-২ আসনের তরমুজ মার্কার নির্বাচনী জনসভার ছবি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৬ ডিসেম্বর 'Jonayet Hossen' নামের একটি ফেসবুক পেজ থেকে "নারায়নহাটে তরমুজের বাম্পার ফলন" ক্যাপশনের একটি পোস্টের স্ক্রিনশট যুক্ত করে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
যদিও স্ক্রিনশটে প্রদর্শিত 'Mir Morshed' নামক একাউন্টে আলোচ্য পোস্টটি এখন আর পাওয়া যায়নি।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। হবিগঞ্জ-৪ আসনের ধর্মঘর নামক স্থানে ব্যারিস্টার সুমনের ঈগল মার্কার নির্বাচনী প্রচারনার ছবি চট্টগ্রাম-২ আসনের নারায়নহাটে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হোসাইন মুহাম্মদ আবু তৈয়বের তরমুজ মার্কার ছবি হিসেবে প্রচার করা হয়েছে।
রিভার্স ইমেজ এর মাধ্যমে 'Syed Sayedul Haque Suman' এর ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে গত ২২ ডিসেম্বর "ধর্মঘরের মানুষের ভালবাসা" ক্যাপশনে জনসভার আলোচ্য ছবিটি (চতুর্থ নম্বর) সহ একই আয়োজনের অনেকগুলো ছবি যুক্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। অর্থাৎ এটি হবিগঞ্জের ধর্মঘর ইউনিয়নে ব্যরিস্টার সুমনের নির্বাচনী প্রচারণার ছবি। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, ভিডিও শেয়ারিং সাইট ইউটিবে 'BS Speech' নামক চ্যানেল থেকে গত ২১ ডিসেম্বর "ধর্মঘর বাজারে লাখো মানুষের ঢ্ল ব্যারিস্টার সুমন এর আগমনে’" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ, এটি হবিগঞ্জ-৪ আসনের ধর্মঘর নামক স্থানে ব্যারিস্টার সুমনের ঈগল মার্কার নির্বাচনী প্রচারণার ছবি।
সুতরাং ফেসবুকে হবিগঞ্জের ধর্মঘরের ছবিকে চট্টগ্রামের নারায়নহাটের ছবি বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।