পাপনকে নিয়ে ব্যারিস্টার সুমনের এই বক্তব্যটি জাতীয় সংসদে দেয়া নয়
জাতীয় সংসদে দ্রব্যমূল্য নিয়ে ব্যারিস্টার সুমনের বক্তব্যের ভিডিও এডিট করে ভিন্ন অডিও বসিয়ে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, জাতীয় সংসদে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনকে ক্রিকেট টিমের ব্যর্থতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৬ জুন 'Haqmawla Llallah' নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "আরো বিসিবির সভাপতি পাপনকে ধোলাই করলেন ব্যারিস্টার সুমন ভাই।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি এডিটেড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সমালোচনা করে একটি গণমাধ্যমকে দেওয়া ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সাক্ষাৎকারের অডিও এডিট করে জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্যের ভিডিওতে যুক্ত করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ভিডিওতে ব্যারিস্টার সুমনকে বলতে শোনা যায়, "বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা আছে, সক্ষমতা আছে, আরো অনেক কিছু আছে। কিন্তু যেটা নাই সেটা লজ্জা...... ছেড়ে দিতে চায় এরকম নেতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাই।" কিন্তু ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, শব্দগুলো উচ্চরণের সময় তার ঠোঁটের নড়াচড়া অডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এমনকি কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় সংসদে বিসিবি প্রেসিডেন্টকে নিয়ে সমালোচনার উদ্দেশ্যে ব্যারিস্টার সুমনের বক্তব্য সংশ্লিষ্ট কোনো ধরণের তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে কি-ওয়ার্ড সার্চ করে "বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজ্জা নেই কেন বললেন ব্যারিস্টার সুমন" শিরোনামে 'DBNewsTV' নামের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ১৬ এপ্রিল প্রকাশিত ৩ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওর সঙ্গে আলোচ্য ভিডিওটির কথার (অডিও) মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ১০ সেকেন্ড থেকে ২ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত ভিন্ন ভিন্ন অংশের অডিও নিয়ে আলোচ্য ভিডিওতে যুক্ত করা হয়েছে। ভিডিওটি দেখুন--
এদিকে কি-ওয়ার্ড সার্চ করে "সংসদে ব্যারিস্টার সুমনের প্রশ্নের জবাব দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী" শিরোনামে প্রকাশিত বেসরকারি সম্প্রচার মাধ্যম 'চ্যানেল ২৪' এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সঙ্গে আলোচ্য ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওতে ব্যারিস্টার সুমন চলমান দ্রব্যমূল্য নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীকে প্রশ্ন করতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--
নিচে ভাইরাল ভিডিওর স্ক্রিনশট (বামে) এবং চ্যানেল ২৪ এ প্রকাশিত ভিডিওর স্ক্রিনশটের (ডানে) মধ্যে মিল দেখুন পাশাপাশি--
অর্থাৎ জাতীয় সংসদে দ্রব্যমূল্য নিয়ে ব্যারিস্টার সুমনের দেওয়া বক্তব্যের ভিডিও এডিট করে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের অডিও বসিয়ে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং ব্যারিস্টার সুমনের এডিটেড ভিডিও বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে।