সাকিবকে নিয়ে ব্যারিস্টার সুমনের বক্তব্যটি পুরোনো, জাতীয় সংসদে দেয়া নয়
বুম বাংলাদেশ দেখেছে, বক্তব্যটি গত বছরের মার্চে ব্যারিস্টার সুমন ফেসবুকে পোস্ট করেন, এটি সংসদে দেয়া নতুন বক্তব্য নয়।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ভিডিও পোস্ট করা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন জাতীয় সংসদে ক্রিকেটার ও আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য সাকিব আল হাসানের তীব্র সমালোচনা করেছেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৬ এপ্রিল 'DaDa's Creation' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "ব্যারিষ্টার সুমন ভাই অন ফায়ার.🗿🔥"। পোস্টকৃত ভিডিওটিতে দেখা যায়, জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে খেলার মাঠের ভিতরে এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করছেন এবং এ ঘটনায় ব্যারিস্টার সুমনকে জাতীয় সংসদে সাকিব আল হাসানের তীব্র সমালোচনা করছেন। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ভিডিওটি এডিটেড। ২০২৩ সালের মার্চ মাসে ক্রিকেটার সাকিব আল হাসানের সমালোচনা করে একটি ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তার সেই পুরোনো বক্তব্যকে সাকিব আল হাসানের সাথে সেলফি তুলতে চাওয়ায় এক ভক্তকে চড় মারতে যাওয়ার সাম্প্রতিক ঘটনার প্রতিক্রিয়া বলে প্রচার করা হচ্ছে। এডিট করে দেখানো হচ্ছে, ব্যারিস্টার সুমন জাতীয় সংসদে সাকিব আল হাসানের সমালোচনা করছেন।
আলোচ্য পোস্টে যুক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে সেলফি তুলতে চাওয়ায় এক ভক্তকে চড় মারতে যাওয়ার একটি ভিডিওক্লিপ এবং ব্যারিস্টার সুমনের জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলার একটি ভিডিওক্লিপ খুঁজে পাওয়া যায়। ব্যারিস্টার সুমনের কথা বলার ক্লিপটিতে তাকে বলতে শোনা যায়, "সাকিব আল হাসান, আমাদের একজন নামি ক্রিকেটার। যার জন্য আমরা গর্ববোধ করি।... সেদিন যখন সে আমারে মারতে আসছিলো আমি কিছু বলি নাই, আল্লাহর কাছে বিচার দিছি। বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন্সি করা লোকও যদি এই ধরণের বেয়াদব হয়, তাহলে আর বিচার দেওয়ার জায়গা থাকে না... তাকে যারা ফলো করেন, তার যারা ফ্যানস, আমি অনুরোধ করবো, দিনে ৮-১০ ঘন্টা সময় দিয়ে ভালো ক্রিকেটার হওয়ার সাথে এক ঘন্টা সময় দিয়ে মানুষ হোক। মানুষ না হলে এইধরণের মানুষের প্রয়োজন পড়ে না।"। তবে, পর্যবেক্ষণে ব্যারিস্টার সুমনের বলা কথার সাথে মুখের অভিব্যক্তির অসামঞ্জস্যতা দেখতে পাওয়া যায়।
আলোচ্য ভিডিওটিতে থাকা অডিওটির উৎস জানতে কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের অনলাইন ভার্সনে ২০২৩ সালের ১৭ মার্চ "সে আমাকে দেখেই মারতে এসেছিল; সাকিবের বিরুদ্ধে ব্যারিস্টার সুমনের অভিযোগ (ভিডিও)" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, "ব্যারিস্টার সুমনকে দেখামাত্র মারতে ছুটে আসেন সাকিব আল হাসান। ফেসবুকে এক ভিডিওতে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন ব্যারিস্টার সুমন। সাকিবকে ভালো মানুষ করতে সরকারের প্রতি আহবান জানানোর পাশাপাশি ভক্তদের তাকে ত্যাগ করার পরামর্শও দিয়েছে সুমন। স্বভাবতই এমন মন্তব্যে সাকিব ভক্তদের সমালোচনার মুখে পড়েছেন এই আইনজীবী।" স্ক্রিনশট দেখুন--
উক্ত প্রতিবেদনে যুক্ত করা একটি ইউটিউব ভিডিও থেকে জানা যায়, ব্যারিস্টার সায়েদুল হক সুমন এক ভিডিওবার্তায় দাবি করেন, সাকিব তাকে মারতে এসেছিলেন। ইউটিউব ভিডিওটি দেখুন--
আরো সার্চ করে দৈনিক পত্রিকা ইত্তেফাকের অনলাইন ভার্সনে ২০২৩ সালের ১৬ মার্চ "সাকিব আমাকে মারতে এসেছিল: ব্যারিস্টার সুমন" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, "এই আইনজীবী (ব্যারিস্টার সুমন) আরও বলেন, ‘কিছুদিন আগে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সিরিজ হয়, সেখানে তার (সাকিব) সঙ্গে আমার হোটেল সোনারগাঁওয়ে দেখা হয়েছিল। ওই সময় আমাকে দেখে সে পুলিশ এবং বিসিবি কর্মকতার্দের সামনে আমাকে মারতে এসেছিল। সেখানে কিছু আমেরিকান লোকজন ছিল, যাদের সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম। তাদের সামনে সবাইকে অগ্রাহ্য করে আমাকে মারতে আসছিলেন। আমি কিছু বলিনি।’" প্রতিবেদনের বক্তব্যের সাথে আলোচ্য ভিডিওতে বলা ব্যারিস্টার সুমনের বক্তব্যের মিল পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
উপরের প্রতিবেদনে ২০২৩ সালের ১৬ মার্চ ব্যারিস্টার সুমনের ফেসবুকে পোস্ট করা ভিডিও বক্তব্যটি যুক্ত করা হয়। ওই ভিডিওতে ব্যারিস্টার সুমনের বক্তব্যের সাথে আলোচ্য ভিডিওর বক্তব্যের মিল পাওয়া যায়। ভিডিওটির ২ মিনিট ৫৫ সেকেন্ড থেকে ব্যারিস্টার সুমনকে বলতে শোনা যায়, "সেদিন যখন সে আমারে মারতে আসছিল আমি কিছু বলি নাই, আল্লাহর কাছে বিচার দিছি। বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন্সি করা লোকও যদি এই ধরণের বেয়াদব হয়, তাহলে আর বিচার দেওয়ার জায়গা থাকে না...তাকে যারা ফলো করেন, তার যারা ফ্যানস, আমি অনুরোধ করবো, দিনে ৮-১০ ঘন্টা সময় দিয়ে ভালো ক্রিকেটার হওয়ার সাথে এক ঘন্টা সময় দিয়ে ভাল মানুষ হোক। ভালো মানুষ না হলে এইধরণের মানুষের প্রয়োজন পড়ে না।" ফেসবুক ভিডিওটি দেখুন--
এছাড়া দৈনিক পত্রিকা যুগান্তরের অনলাইন ভার্সনে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ সাকিব আল হাসানকে নিয়ে ব্যারিস্টার সুমনের দেওয়া পুরোনো বক্তব্যকে সাকিবের সাম্প্রতিক একটি ঘটনার প্রতিক্রিয়া হিসেবে প্রচার করা হচ্ছে এবং এ বক্তব্যটি ব্যারিস্টার সুমন জাতীয় সংসদে দিয়েছেন বলে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য আলোচ্য ভিডিওটিতে যুক্ত সাকিব আল হাসানের এক ভক্তকে চড় মারতে যাওয়ার ভিডিওটি গত ৬ এপ্রিলের। খেলার মাঠে ম্যাচ শুরুর আগমুহূর্তে এক ভক্ত এসে সাকিব আল হাসানের সাথে সেলফি তুলতে গেলে হলে মেজাজ হারিয়ে তাকে চড় মারতে যান সাকিব।
সুতরাং সাকিবকে নিয়ে ব্যারিস্টার সুমনের ফেসবুকে দেয়া পুরোনো একটি বক্তব্যকে জাতীয় সংসদে দেয়া নতুন বক্তব্য বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।