ব্যারিস্টার ফুয়াদের ক্যান্টনমেন্ট নিয়ে ভাইরাল বক্তব্যটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদের ভাইরাল বক্তব্যটি ২০২৪ সালের ৬ আগস্টের; সাম্প্রতিক নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি ও পেজ থেকে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্যের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি সম্প্রতি সেনাপ্রধান ও ক্যান্টনমেন্ট নিয়ে কঠোর ভাষায় এই বক্তব্য দিয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৪ মার্চ ‘Bong Twist’ নামক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “আপনার কবর আপনি ঠিক করেন! সেনাপ্রধানকে ফুয়াদের কড়া বার্তা।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি বিভ্রান্তিকর। মূলত ভাইরাল ভিডিওটি ২০২৪ সালের ৬ আগস্টের। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যাতে সরকার প্রধান বানানো না হয় সেই দাবিতে সেনাপ্রধানের উদ্দেশ্যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই বক্তব্য দেন।
কি-ওয়ার্ড সার্চ করে “সরকার গঠনের ষড়যন্ত্র চলছে চুপ্পুর অধীনে ! ---- ব্যারিস্টার ফুয়াদ” শিরোনামে ‘Awaz News’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ৬ আগস্ট প্রকাশিত ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। ভিডিওটি দেখুন--
নিচে ভাইরাল ভিডিওর স্ক্রিনশট (বামে) এবং ২০২৪ সালের আগস্টের অরিজিনাল ভিডিওর স্ক্রিনশট (ডানে) দুটির মিল দেখুন পাশাপাশি--
অর্থাৎ সেনাপ্রধান ও ক্যান্টনমেন্ট নিয়ে ব্যারিস্টার ফুয়াদের আলোচ্য বক্তব্যটি সাম্প্রতিক নয় বরং পুরোনো।
সুতরাং, ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যের পুরোনো ভিডিও দিয়ে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।