জুলাই মাসে বাংলাদেশ ব্যাংক নতুন টাকা ছাপানোর দাবিটি ভিত্তিহীন
বুম বাংলাদেশ করেছে, বাজেটের পর জুলাই মাসের প্রথম ১৮ দিনে বাংলাদেশ ব্যাংক ১০ হাজার ৮শ' কোটি টাকা ছাপানোর দাবিটি সত্য নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ এবং গ্রুপ থেকে পোস্ট করে দাবি করা হচ্ছে, বাজেটের পর নতুন অর্থবছরে চলতি জুলাই মাসের প্রথম ১৮ দিনে বাংলাদেশ ব্যাংক ১০ হাজার ৮০০ কোটি টাকার নতুন নোট ছাপিয়েছে। যার নেতিবাচক প্রভাব পড়ছে বাজার অর্থনীতিতে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২২ জুলাই 'Muhammad Miraj Mia' নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে দাবি করা হয়, “…আপনারা জানেন এই মাসের প্রথম আঠারো দিনে বাংলাদেশ ব্যাংক ১০ হাজার ৮০০ কোটি টাকা ছাপিয়েছে। ভাবা যায় এক অর্থবছরের মোট সম্পদ অপরিবর্তিত রেখে এতো অতিরিক্ত টাকা কেন ছাপাচ্ছে সরকার? এমনকি গত বছরের জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ছাপিয়েছিলো ৫০ হাজার কোটি টাকা! অতিরিক্ত টাকা ছাপালে কিভাবে মূল্যস্ফীতি হয় পুরো বিষয়টি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি…”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সদ্য সমাপ্ত অর্থ বছরে সরকার ৯৮ হাজার ৮২৬ কোটি টাকা ঋণ নেওয়ার পর বাংলাদেশ ব্যাংক সরকারের জন্য অর্থ ছাপানো বন্ধ করে দেয়। বাজেটের পর নতুন অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ব্যাংক'কে ৭ হাজার ৪৪ কোটি টাকা পরিশোধ করেছে সরকার। এই সময়ে বাংলাদেশ ব্যাংক নতুন করে কোনো টাকা ছাপায়নি।
কি-ওয়ার্ড সার্চ দিয়ে "BB halts printing money after FY23 binge" শিরোনামে ইংরেজি দৈনিক নিউ এজ-এ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়েছে, ২০২২-২৩ সালের সদ্য সমাপ্ত অর্থ বছরে কেন্দ্রীয় ব্যাংক থেকে ৯৮ হাজার ৮২৬ কোটি টাকা ঋণ নেওয়ার পর বাংলাদেশ ব্যাংক সরকারের জন্য অর্থ ছাপানো বন্ধ করেছে। পাশাপাশি এই প্রতিবেদনে আরো বলা হয় চলতি জুলাই মাসের প্রথম ১৮ দিনে বাংলাদেশ ব্যাংক'কে ৭ হাজার ৪৪ কোটি টাকা ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ সরকার, এতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাংলাদেশ সরকারের ঋণ নেয়ার যে নির্ভরতা কমেছে সে বিষয়টিকে ইঙ্গিত করছে। স্ক্রিনশর্ট দেখুন--
অর্থাৎ এই প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক চলতি জুলাই মাসে কোনো নতুন টাকা ছাপায়নি বরং এই সময়ে বাংলাদেশ সরকার উল্টো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পরিশোধ করেছে।
সুতরাং সামাজিক মাধ্যমে নতুন অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত বাংলাদেশ সরকারকে ঋণ দেয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক নতুন করে টাকা ছাপানোর দাবিটি বিভ্রান্তিকর।