ফেক নিউজ
বঙ্গবন্ধুর ম্যুরালের ছবি এডিট তাতে নুরের ছবি
নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ম্যুরালের ছবি এডিট করে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে একটি ছবি ছড়িয়েছে যেখানে একটি ম্যুরালে ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুরের ছবি দেখা যাচ্ছে। এবং সেই ম্যুরালের দিকে তাকিয়ে স্যালুট জানাচ্ছে দুই শিশু। দেখুন তেমন কিছু পোস্ট এখানে এবং এখানে। এছাড়া আর্কাইভ দেখুন এখানে।
কিন্তু যাচাই করে দেখা গেছে, উক্ত ছবিটি এডিট করা। ছবিটি মূলত নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ম্যুরালের। বাস্তবে উক্ত ম্যুরালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি রয়েছে।
নিচে দেখুন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যুরালের প্রকৃত ছবি--
ম্যুরালটির কিছু সত্যিকারের ছবি দেখুন এখানে এখানে এবং এখানে।
এই ম্যুরালের ভিন্ন এঙ্গেলের একটি ছবিকে এডিট করে তাতে ভিপি নুরের ছবি বসানো হয়েছে।
এডিট করা ছবিটির মূল ভার্সনটি খুজে পাওয়া সম্ভব হয়নি।
Claim : ম্যুরালে নুরুল হক নুরের ছবিতে শিশুদের স্যালুট
Claimed By : Facebook Posts
Fact Check : False
Next Story