ইসকনবিরোধী মিছিলের ভিডিও এডিট করে আওয়ামী লীগের মিছিলের বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, আলিফ হত্যার প্রতিবাদ মিছিলের ভিডিও এডিট করে অডিও বসিয়ে আওয়ামী লীগের মিছিল দাবিতে প্রচার করা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের ভিডিও। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২ ডিসেম্বর ‘MD Hussain Miah’ নামক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “উত্তাল ঢা'কা ✊ আমরা যখন ম'রতে শি'খেছি, তখন কে'উ আমাদের দা'বাতে পারবে না.।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ভাইরাল ভিডিওতে, ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। ভিডিওটি আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের নয়; বরং এটি চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা এবং ইসকন নিষিদ্ধের প্রতিবাদে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের।
ভাইরাল ভিডিওটির কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘Md Imran Hassan’ নামক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ২৬ নভেম্বর প্রকাশিত ভিডিওটি পোস্ট করে লেখা হয়, “এডভোকেট আলিফ হত্যার প্রতিবাদে উত্তাল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।” ভিডিওটির সঙ্গে ফেসবুকে প্রচারিত ভাইরাল ভিডিওটির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। যেখানে বিক্ষোভকারীদের, "দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা", "ইসকনের ঠিকানা, এই বাংলায় হবেনা”, "জঙ্গিবাদের আস্তানা, এই বাংলায় হবেনা”, “ইসকনের আস্তানা, ভেঙ্গে দাও-গুড়িয়ে দাও", "ইসকন তুই জঙ্গি, ফ্যাসিবাদের সঙ্গী” স্লোগান শোনা যায়। যদিও ভিডিওতে কোথাও "শেখ হাসিনা, শেখ হাসিনা”, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়িনাই” শব্দে স্লোগান শোনা যায়নি। ভিডিওটি দেখুন--
নিচে ভাইরাল ভিডিওর স্ক্রিনশট (বামে) এবং ফেসবুকে পাওয়া অরিজিনাল ভিডিওর স্ক্রিনশট (ডানে) দুটির মধ্যে মিল দেখুন পাশাপাশি--
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে “আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে শেকৃবিতে বিক্ষোভ” শিরোনামে ‘কালের কণ্ঠে’র অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২৭ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে পুলিশের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করার ঘটনায় বিক্ষোভ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। এ সময় তারা ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার ও বিচার, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) বাংলাদেশে নিষিদ্ধ এবং ১৯৭২ সালের দালালি আইন নতুন করে প্রণয়ন করার তিন দফা দাবি জানান। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ভাইরাল ভিডিওটি আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ভিডিও নয়; বরং এটি চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের ভিডিও।
সুতরাং আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলের ভিডিও এডিট করে অডিও বসিয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।