রেস্তোরার বিলের ছবিটি বিরাট কোহলির খাবারের নয়
বুম বাংলাদেশ দেখেছে, এটি বিরাট কোহলির বিলের নয় বরং জেফরি পেইজ নামক একজনের ২০২০ সালের রেস্তোরাঁর বিলের ছবি।
সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি আমেরিকায় গিয়ে স্ত্রী সহ রেস্তোরায় গরুর মাংস খেয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৯ ডিসেম্বর 'Mamun Chowdhury' নামের ফেসবুক প্রোফাইল থেকে "বিরাট কোহলি নাকি মেরিকায় বউ আর মেয়ে সহকারে গরুর মাংস খেয়েছে। তাই নিয়ে তুলকালাম চলছে" ক্যাপশনে একটি বিল ও বিরাট কোহলির পরিবারের কোলাজ ছবি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। বিলের ছবিটি জেফরি পেইজ নামের একজনের যিনি ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটির গর্ডন রামসে স্টেক রেস্তোরাঁয় খাবারের অর্ডার দিয়েছিলেন। আনুশকা শর্মার সাথে কোহলির ছবিটিও পুরানো, এটি পোস্ট করা হয়েছিলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১ এর সময়ে।
বিলের ছবিটি ভালোভাবে লক্ষ্য করে এতে প্রতিষ্ঠানের নাম হিসেবে 'Gordon Ramsay Steak' নামটি দেখতে পাওয়া যায় এবং তারিখের স্থলে বিলটি ২০২০ সালের সেটি-ও দেখতে পাওয়া যায়। এই প্রতিষ্ঠানের নাম ও 'bill' (বিল) শব্দ যুক্ত করে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম 'ডেইলি মিরর'-এ ২০২০ সালের ১ সেপ্টেম্বর 'Customer left with eye-watering bill after misreading menu at Gordon Ramsay Steak' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "একজন ব্যক্তি যিনি গর্ডন রামসে স্টেকের মেন্যুতে জাপানি A5 গরুর মাংসের মূল্য ভুলভাবে পড়েছিলেন তথা কম মূল্যের ভেবেছিলেন কিন্তু বিলের কাগজ দেখার পরে হতবাক হয়ে গিয়েছিলেন। পরে তিনি বলেছিলেন যে, তিনি খাবার উপভোগ করেছেন এবং দাম নিয়ে অনুশোচনা করছেন না।'' প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়া টাইমস'-এ ২০২১ সালের ৭ ডিসেম্বর "Man Left With Hefty Bill After Misreading The Menu At Gordon Ramsay's Restaurant" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "আলোচ্য বিলের ছবিটি জেফরি পেইজ নামক একজনের ২০২০ সালে আমেরিকার আটলান্টিক শহরের Gordon Ramsay Steak রেস্টুরেন্টের"।
আলোচ্য পোস্টের সাথে সংযুক্ত বিরাট কোহলি ও তার পরিবারের ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (টুইটার) এ বিরাট কোহলির ভেরিফাইড টুইটার একাউন্টে ২০২১ সালের ২০ অক্টোবর প্রকাশিত মূল ছবিটি পাওয়া যায়। সে সময়ে দুবাইয়ে তোলা এই ছবি নিয়ে সংবাদ প্রকাশ করেছিল ভারতীয় গণমাধ্যম এনডিটিভি (অনলাইন)। বিরাট কোহলির টুইটার পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ফেসবুকে প্রচারিত যুক্তরাষ্ট্রের রেস্টুরেন্টের খাবারের বিলটি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির নয় বরং ভিন্ন ব্যক্তির। এছাড়া আলোচ্য পোস্টে যুক্ত বিরাট কোহলি ও তার পরিবারের ছবিটিও যুক্তরাষ্ট্রে তোলা নয় বরং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২০২০ সালে তোলা।
সুতরাং, ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে জেফরি পেইজ নামের এক ব্যক্তির খাবারের বিলের ছবি বিরাট কোহলির খাবারের বিলের ছবি বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।