ভাইরাল এই 'গাঁজা খামার' এর ছবিটি এডিট করা
সাইনবোর্ডহীন আসল ছবিটি ২০২০ সালে প্রকাশিত একাধিক গণমাধ্যমের খবরে খুঁজে পেয়েছে বুম বাংলাদেশ।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করা একটি গাঁজার খামারের ছবি। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে এবং এখানে।
আজ ২৭ সেপ্টেম্বর 'ডাঃ জোবাইদা রহমান' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করা হয়। ছবিতে বেশ কিছু পুলিশ এবং একাধিক ব্যক্তিকে ঝোপঝাড়ের পাশে একটি সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। উক্ত সাইনবোর্ডে বড় করে লেখা, 'বঙ্গবন্ধু গাঁজা খামার'। সেখানে আরো লেখা আছে, 'এখানে আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য বৈধ গাঁজা চাষ করা হয়'। পোস্টের বর্ণনায়ও একই লেখা দেখা যাচ্ছে। ছবিটির ডানপাশে উপরে সাদা অক্ষরে বণিকবার্তা লেখা আছে। দেখুন সেই পোস্টটির স্ক্রিনশট এখানে--
এরকম আরেকটি পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভাইরাল এই ছবিটি এডিট করা।
রিভার্স ইমেজ সার্চিং করে আসল ছবিটি বাংলাদেশের একাধিক গণমাধ্যমে পাওয়া গেছে। গত ২০২০ সালের ৩০ জুলাই 'মেহেরপুরে এক বিঘা জমিতে গাঁজার বাগান, ধ্বংস করলো পুলিশ' শিরোনামে দৈনিক বণিকবার্তায় একটি খবর প্রকাশ করা হয়। খবরটির সাথে একটি ছবিও যুক্ত করা আছে। মূলত এই ছবিটিকে এডিট করে একটি লেখা সম্বলিত সাইনবোর্ড যুক্ত করে সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটি তৈরি করা হয়েছে। দেখুন বণিকবার্তায় প্রকাশিত খবরটি--
বণিকবার্তায় প্রকাশিত ছবিটি আলাদাভাবে দেখুন-
খবরটিতে বলা হয়, মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে দুই শতাধিক গাঁজা গাছের একটি ব্যক্তিগত বাগান ধ্বংস করেছে পুলিশ। এছাড়া মেহেরপুরের সেই গাঁজা বাগানের একটি ভিডিও পাওয়া গেছে বনিকবার্তার ইউটিউব চ্যানেলে। দেখুন সেই ভিডিও--
এছাড়া একই ছবি বার্তা ২৪ ডটকম নামক একটি অনলাইন পোর্টালেও ২০২০ সালের একই দিনে প্রকাশিত হয়েছিল। 'গোপনে গাংনীতে ১৫ কাঠা জমিতে গাঁজা চাষ' শিরোমে ছবিসহ প্রকাশিত খবরটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ মেহেরপুরে গোপনে চাষ করা একটি গাঁজার বাগানের পুরোনো ছবিকে এডিট করে ভিত্তিহীন বর্ণনায় নতুন করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।