ভারতের এক অভিনেত্রীকে বিসিএস ক্যাডার বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ভিডিওটিতে দেখানো নারী ভারতীয় অভিনেত্রী ঋতিকা মোহন সিং এবং তিনি জন্মসূত্রেও ভারতের নাগরিক।
সামাজিক মাধ্যম ফেসবুকের আইডি থেকে এক নারীর বক্তব্যের ভিডিও পোস্ট করে ভিডিওটি বাংলাদেশের একজন বিসিএস ক্যাডারের বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৯ জুন 'Saima Anisha Shasha' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে একটি রিলভিডিও পোস্ট করা হয়। উক্ত রিলভিডিওটির উপরে লেখা থাকতে দেখা যায়, "আমাদের বাংলাদেশের অহংকার বিসিএস ক্যাডার। এই মেয়েটি সবার উপরে ক্রাশ" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। ভিডিওটিতে বক্তব্য দেয়া নারীর নাম ঋতিকা মোহন সিং, তিনি ভারতের নাগরিক এবং পেশায় বক্সার ও অভিনেত্রী।
আলোচ্য ভিডিওতে দেখানো নারীর পরিচয় জানতে ভিডিওটি থেকে একটি কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'Tspsc techlibrary' নামে একটি ইউটিউব চ্যানেলে "Ritika Singh Inspirational Speech" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে দেখানো ব্যক্তি এবং আলোচ্য ভিডিওতে দেখানো ব্যক্তি অভিন্ন। এছাড়া শুরুর দিকে ঋতিকা সিংয়ের দেওয়া বক্তব্য এবং আলোচ্য ভিডিওর বক্তব্যও হুবহু এক। ইউটিউব ভিডিওটি দেখুন--
আরো সার্চ করে ডেইলিমোশন ডট কম নামে আরেকটি ওয়েবসাইটে একই বক্তব্য একই তথ্য সহ খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে চলচ্চিত্রভিত্তিক রেটিং, রিভিউ ও তথ্যদানকারী ওয়েবসাইট আইএমডিবিতে থাকা একটি নিবন্ধে ঋতিকা সিংয়ের তথ্য খুঁজে পাওয়া যায়। উক্ত নিবন্ধ থেকে জানা যায়, ঋতিকা মোহন সিং ভারতের মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন বক্সার ও অভিনেত্রী। স্ক্রিনশট দেখুন--
এদিকে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে জানা যায়, কোনো ব্যক্তি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তাই ভারতের নাগরিক হয়ে ঋতিকা মোহন সিংয়ের বিসিএস ক্যাডার হওয়ার কোনো সুযোগ নেই।
অর্থাৎ বাংলাদেশের কোনো বিসিএস ক্যাডার নারী নয় বরং ভারতীয় অভিনেত্রী ঋতিকা মোহন সিংয়ের বক্তব্যের ভিডিও এটি।
সুতরাং এক ভারতীয় অভিনেত্রীকে বাংলাদেশের বিসিএস ক্যাডার নারী বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রাক্তিকর।