ফেক নিউজ
মামুনুলের কথিত স্ত্রীর ছেলেকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমের নামে ভুয়া স্ক্রিনশট
দুটি সংবাদমাধ্যমের ভিন্ন দুটি খবরের স্ক্রিনশটকে এডিট করে ছড়ানো হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দৈনিক যুগান্তর ও সময় টিভির দুটি স্ক্রীনশট দেখা যাচ্ছে। যুগান্তরের স্ক্রীনশটের শিরোনামে লেখা- 'আমি মিথ্যা বলেছি, অতপর কেঁদে কেঁদে ক্ষমা চাইলো অভিযোগকারী সেই ছেলে।'
শিরোনামের বক্তব্যটি হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার ছেলে আব্দুর রহমানকে উদ্ধৃত করে করা হয়েছে। অন্যদিকে সময়টিভি অনলাইনের স্ক্রীনশটে লেখা- 'নীল বোরকা পড়া মেয়েটি মামুনুল হকের স্ত্রী ছিল না, সম্পূর্ণই ছিল যুবলীগের চক্রান্ত।'
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে এই দুটি স্ক্রীনশটই এডিট করে বানানো।
প্রথমত: ফেসবুকে ছড়ানো যুগান্তরের স্ক্রীনশট ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে সেখানে প্রতিবেদনটির তারিখ ও সময় দেওয়া আছে ২০১৮ সালের ৫ এপ্রিলের সন্ধ্যা ৭ টা ৪২ মিনিটের। আর প্রতিনিধি হিসেবে যুগান্তরের সিলেটের বিশ্বনাথ প্রতিনিধির কথা উল্লেখ আছে। অথচ মামুনুল হকের সাথে জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে চলমান বিতর্কটি অতি সাম্প্রতিক। আর সেজন্যই স্ক্রীনশটটির উপরের দিকে ৫ এপ্রিল ২০২১ লিখে নতুন আরেকটি তারিখ বসানো হয়েছে। তাছাড়া বুম বাংলাদেশ যুগান্তরের ২০১৮ সালের ৫ এপ্রিল তারিখে বিশ্বনাথ প্রতিনিধির তৈরী মূল প্রতিবেদনটি খুঁজে পেয়েছে। দেখুন এখানে।
দ্বিতীয়ত: বুম বাংলাদেশ সময়টিভি অনলাইনের ফেসবুক পেজ ও ওয়েবসাইট ঘেটে ''নীল বোরকা পড়া মেয়েটি মামুনুল হকের স্ত্রী ছিল না, সম্পূর্ণই ছিল যুবলীগের চক্রান্ত'' এই শিরোনামে কোন খবর পায় নি। তবে ফেসবুকে ছড়ানো পোস্টের আদলের সময়টিভির মূল ফেসবুক পোস্টটি খুঁজে পাওয়া যায়।
সুতরাং এটি নিশ্চিত যে যুগান্তর ও সময়টিভির অনলাইনে উল্লেখিত দুই শিরোনামে কোন খবর প্রকাশিত হয়নি।
Claim : স্ক্রীনশট দুটি যুগান্তর ও সময় টিভি অনলাইনের
Claimed By : Facebook posts
Fact Check : False
Next Story