ধর্ষণবিরোধী আন্দোলনকারীদের ছবি বিকৃত করে প্রচার
এডিট করা ছবিতে নোংরা ভাষায় টেক্সট যুক্ত করা হয়েছে যা মূলত আন্দোলনকারীদেরকে নেতিবাচকভাবে চিত্রায়িত করে।
সিলেটের এমসি কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জে দুটি গণধর্ষণের ঘটনার পর অক্টোবর মাসের শুরু থেকে দেশব্যাপী ধর্ষণবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। এসব বিক্ষোভে অংশগ্রহণকারীদের কিছু ছবি সম্পদনার মাধ্যমে বিকৃত করে প্রচারের প্রমাণ পাওয়া গেছে।
ফেসবুকে ছড়ানো কয়েকটি পোস্টের স্ক্রিনশট দেখুন--
স্ক্রিনশট-১:
স্ক্রিনশট-২:
দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
বুম বাংলাদেশ উপরের দুটি ছবির মূল ছবি বের করে দুটির তুলনামূলক পার্থক্য নিচের দুটি স্ক্রিনশট দেখিয়েছে--
স্ক্রিনশট-১:
এখানে দেখা যাচ্ছে এডিট করা ছবির টেক্সটের পাশে মূল ছবির লাল কালির লম্বা টানের দাগ স্পষ্ট ভেসে রয়েছে।
স্ক্রিনশট-২:
এখানে এডিট করা ছবির টেক্সটে উপরের লাইনের ব্যাকগ্রাউন্ড লক্ষ্য করলেই দেখা যাচ্ছে সম্পাদনার মাধ্যমে সেটি বদলে ফেলার চিহ্ন। এছাড়া 'হও' শব্দের 'ও'টিকেও এডিট করে সরিয়ে ফেলা হয়েছে।
মূল ছবি দুটি দেখুন এখানে ও এখানে।
কোথাও নিচের ছবিটির মতো করেও এডিট করা হয়েছে--