আলিয়া ভাটের ভিডিওটি ডিপফেক প্রযুক্তিতে তৈরি
বুম বাংলাদেশ দেখেছে, বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বলে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং ডিপফেক প্রযুক্তিতে তৈরি।
সামাজিক মাধ্যম ফেসবুকের একটি একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, "ভাইরাল হয়েছে বলিউড অভিনেত্রি আলিয়া ভাটের আপত্তিকর ভিডিও"। পোস্টটি দেখুন এখানে।
সম্প্রতি 'Alina Parker' নামের ফেসবুক পেজ থেকে "এবার নীল দুনিয়ায় নাম লেখালেন আলিয়া ভাট? Full Video: #aliabhatt#foryou#foryoupage#reelsfb#virals" ক্যাপশনে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়।
ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এর অনলাইন সংস্করণে গত ২৭ নভেম্বর "রশ্মিকা ও ক্যাটরিনার পর আলিয়া ভাটের ডিপফেক ভিডিও ভাইরাল (অনূদিত)" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "আলিয়া ভাটের দাবি করে প্রচারিত ভিডিওটি ডিপফেক প্রযুক্তিতে তৈরি"। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান "লজিক্যালি ফ্যাক্টস'-এ গত ২৭ নভেম্বর "অভিনেত্রী আলিয়া ভাটের ভাইরাল ক্লিপটি একটি ডিপফেক কন্টেন্ট (অনূদিত)" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের দাবি করে প্রচারিত ভিডিওটি ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা, বাস্তব নয়।
সুতরাং ডিপফেক প্রযুক্তির সহায়তায় অভিনেত্রী আলিয়া ভাটের নামে অপ্রীতিকর ভিডিও তৈরি করে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।