নির্বাচন নিয়ে ডিবি প্রধান হারুনের 'ডিপফেক' ভিডিও বিভ্রান্তিকর দাবিতে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, পুলিশ কর্মকর্তা হারুনের একটি ছবিকে এআই টুল ব্যবহার করে আলোচ্য ভিডিওটি বানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে ডিবি প্রধান হারুন-অর-রশিদের একটি ভিডিও পোস্ট করা হচ্ছে যেখানে তিনি বলছেন, আমার আম্মা শেখ হাসিনা একটি মিথ্যুক। সে নিজেই ভোটকেন্দ্রে যেতে নিষেধ করে। আবার বিএনপি ভোট বর্জন করলে অসাংবিধানিক বলে আটক করতে বলে। কি যে বিপদে আছি। ৭ তারিখ সারাদিন হরতাল পালন করুন। ওইদিন কেউ ভোটকেন্দ্রে যাবেন না। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
৫ জানুয়ারি 'MrMonir DEMOs' নামের একটি আইডি থেকে ২৬ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "৭ তারিখের ভুয়া নির্বাচন তীব্রভাবে বর্জন করুন। দেশ বাঁচাতে এর বিকল্প নেই।" নিচে পোস্টটির স্ক্রিনশর্ট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ভিডিওটি বাস্তব নয় বরং এটি একটি ডিপফেক ভিডিও। ডিবি প্রধান হারুন-অর-রশিদের একটি ছবিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) টুল ব্যবহার করে আলোচ্য ভিডিওটি বানানো হয়েছে।
আলোচ্য ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে পুলিশ কর্মকর্তা হারুন-অর-রশিদের ফেসবুকে ২০২২ সালের ১৭ ডিসেম্বর পোস্ট করা একটি ছবির সাথে আলোচ্য ভিডিওটির মত হুবহু একটি ছবি পাওয়া যায়। ওই পোস্টে আলোচ্য ছবিটির স্ক্রিনশট দেখুন--
মূলত তাঁর এই ফেসবুক পোস্ট থেকে স্থিরচিত্রটি নিয়ে এআই টুল ব্যবহার করে আলোচ্য ডিপফেক ভিডিওটি বানানো হয়েছে। জেনারেটিভ এআই বর্তমানে উদীয়মান একটি প্রযুক্তি। এই প্রযুক্তির সাহায্যে কোনো চেহারা, ছবি ও কণ্ঠ ব্যবহার করে লিখিত নির্দেশনা থেকে যেকোনো ভিডিও তৈরি করা সম্ভব। D-ID এবং HeyGen এই প্রযুক্তির একটি অংশ। অনলাইনে সহজলভ্য এই প্রযুক্তি ব্যবহার করে যেকোন ব্যক্তি যেকোনো ধরণের ভিডিও নির্মাণ করতে পারেন।
ফেসবুক পোস্ট থেকে নেয়া ছবি (বামে) ও আলোচ্য ডিপফেক ভিডিওটি থেকে নেয়া স্ক্রিনশট (ডানে) পাশাপাশি তুলনা দেখুন--
অর্থাৎ প্রচার হওয়া ভিডিওটি বাস্তব নয়।
সুতরাং এআই টুল দিয়ে তৈরি পুলিশ কর্মকর্তা হারুনের একটি ভিডিওকে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে।