ছবির শিশুটি ৫ জানুয়ারি আগুন লাগা ট্রেনের যাত্রী নয়
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ছবিটি প্রায় ২ বছর আগে অন্তত ২০২২ সালের মার্চ মাস থেকে ইন্টারনেটে বিদ্যমান রয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি শিশুর ছবি পোস্ট করে বলা হচ্ছে, ছবির শিশুটি গত ৫ জানুয়ারি রাজধানীর গোপীবাগে আগুন লাগা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিল। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১০ জানুয়ারি 'Shakil Sha90' নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করে লেখা হয়, "সেদিনের আ'"গুন লাগা ট্রেনের সবচেয়ে কিউট যাত্রী___ 🥹❤️"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দবিটি সঠিক নয়। আলোচ্য ছবিটি প্রায় দুই বছর আগে অন্তত ২০২২ সালের মার্চ মাস থেকে ফেসবুকে পোস্ট হতে দেখা যায়।
আলোচ্য ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে 'লুডু স্টার বিডি' নামের একটি ফেসবুক পেজে ২০২২ সালের ১৫ আগস্ট কভার ছবি হিসেবে ছবিটিকে আপলোড করতে দেখা যায়। অর্থাৎ আগুনের ঘটনা চলতি মাসের গত ৫ জানুয়ারির আর 'লুডু স্টার বিডি' পেজে ছবিটিকে কভার ছবি করা হয় প্রায় দেড় বছর আগে। এছাড়াও, ছবিটির ব্যাপারে জানতে ওই ফেসবুক পেজটির এডমিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ২০২১ সালে তিনি ইন্টারনেট থেকে ছবিটি সংগ্রহ করেন। তবে সংগ্রহের কোনো সূত্র তিনি জানাতে পারেননি। ফেসবুক পোস্টটি দেখুন--
পরে আরো সার্চ করে 'تسرو با' নামে একটি ফেসবুক একাউন্টে ২০২২ সালের ২৬ মার্চ করা একটি পোস্টেও আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে লেখা হয় "awww so cute🥰🥰 Muhammad💜"। ছবিটির উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে প্রায় দুই বছর আগে থেকে ছবিটি ফেসবুকে পোস্ট হতে দেখা যাওয়ায়, এটি নিশ্চিত যে ছবিটি গত ৫ জানুযারি বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগা ট্রেনের কোন ছবি নয়। ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ গত ৫ জানুয়ারি রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগা ট্রেনের সাথে আলোচ্য ছবিটির কোনো সম্পর্ক নেই।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ঢাকার গোপীবাগে বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে একাধিক মৃত্যুর ঘটনা ঘটে। এর প্রেক্ষাপটেই ছবিটি ছড়িয়ে পড়ে।
সুতরাং অন্তত ২ বছর পুরোনো ছবির শিশুকে সম্প্রতি রাজধানীতে আগুন লাগা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রী দাবি করে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।