অভিনেত্রী সাফা কবির সাংবাদিক শাহরিয়ার কবিরের মেয়ে নন
বুম বাংলাদেশ দেখেছে, শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা আত্মহত্যা করেছেন, আর অভিনেত্রী সাফা কবিরের বাবার নাম হুমায়ূন কবির।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে পোস্ট করে বলা হচ্ছে, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে সাফা কবির আত্মহত্যা করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
৭ ঘন্টা আগে 'দেশনিউজ' নাম একটি ফেসবুক পেজে অভিনেত্রী সাফা কবিরের কয়েকটি স্থির ছবির ভিডিও পোস্ট করে বলা হয়, "শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!" স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ ওই পোস্টে দাবি করা হচ্ছে, অভিনেত্রী সাফা কবির শাহরিয়ার কবিরের মেয়ে এবং তিনি আত্মহত্যা করেছেন।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। অভিনেত্রী সাফা কবির ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে নন। শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার মুমু আত্মহত্যা করেছেন। অভিনেত্রী সাফা কবির ও অর্পিতা আলাদা ব্যক্তি। এছাড়া, অভিনেত্রী সাফা কবির নিজেই তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করে এ সংক্রান্ত বিভ্রান্তি নিয়ে লিখেছেন।
কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা সমকালের অনলাইন ভার্সনে "শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় ওই প্রতিবেদনে বলা হয়, "একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার মুমুর (৪১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর আমতলী এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।" অর্থ্যাৎ শাহরিয়ার কবিরের মেয়ের নাম সাফা কবির নয় বরং অর্পিতা শাহরিয়ার মুমু। স্ক্রিনশট দেখুন--
এদিকে, আজকের পত্রিকার ওয়েবসাইটে 'শাহরিয়ার কবিরের মেয়ের মৃত্যুতে আলোচনায় অভিনেত্রী সাফা কবির' শিরোনাম একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর বনানী থেকে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বনানীর একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে অনেকেই অর্পিতা কবিরের সঙ্গে ছোট পর্দার অভিনেত্রী সাফা কবিরের নাম জড়িয়ে মৃত্যুর খবর ছড়াচ্ছে। আর এতেই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন এই অভিনেত্রী। এমনকি অভিনেত্রী সাফা কবির নিজেই ফেসবুকে পোস্ট করে এ ব্যাপারে বক্তব্য দিয়েছেন। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, অনলাইন পোর্টাল ঢাকা টাইমস এবং দেশ রূপান্তরের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদেও একই ধরণের তথ্য পাওয়া যায়।
এদিকে, গণমাধ্যমে শাহরিয়ার কবিরের মেয়ে হিসেবে সাফা কবিরের নাম এবং মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিনেত্রী সাফা কবির তাঁর ভেরিফায়েড ফেসবুকে পেজ থেকে পোস্ট করে নিজের সুস্থতার কথা জানান। ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থ্যাৎ, অভিনেত্রী সাফা কবির সাংবাদিক শাহরিয়ার কবিরের মেয়ে নন। তিনি আত্মহত্যা করেননি বরং সুস্থ আছেন।
সুতরাং অভিনেত্রী সাফা কবিরকে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে হিসেবে দাবি করে তাঁর আত্মহত্যার ভুয়া খবর প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।