অভিনেতা শামীম আহমেদ গ্রেফতার হননি, ছবিটি নাটকের
বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি একটি নাটকের দৃশ্যের। এছাড়া তিনি গ্রেফতার হননি বলে নিজেই একটি ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস’এর একাধিক একাউন্ট থেকে অভিনেতা ও ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর শামীম আহমেদের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তাকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। এরকম দুটি পোস্ট দেখুন এখানে এবং এখানে। একই দাবিতে ফেসবুকেও বিভিন্ন আইডি ও পেজ থেকে পোস্ট করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৩ ডিসেম্বর থ্রেডসে ‘vaisayal’ ইউজার নেমের একটি একাউন্ট থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “মনা দেখতেছি কট খাইছে। ঘটনা কেউ কিছু জানেন???” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর শামীম আহমেদ গ্রেফতার হওয়ার ছবিটি নাটকের দৃশ্যের অর্থাৎ অভিনয়ের। প্রকৃতপক্ষে তিনি গ্রেফতার হননি। গত ১৩ অক্টোবর নিজের ফেসবুক আইডিতে আলোচ্য ছবিটি পোস্ট করেছিলেন তিনি। এছাড়া, ছবিটি তার গ্রেফতারের বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এটিকে গুজব বলে নিজের ফেসবুক পেজে ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেন শামীম আহমেদ।
ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ‘Shamim Ahmed’ এর ফেসবুক প্রোফাইলে গত ১৩ অক্টোবর একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেই পোস্টের ছবিটির সঙ্গে ফেসবুকে ভাইরাল ছবিটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে তিনি উল্লেখ্য করেন, শুভজন্মতিথি জেল পারটনার ছোট ভাই Âkãsh Mì Thü😅 দীর্ঘ এগারো বছর জেলে একসাথে ভালোই ছিলাম 😁 নেক্সট আবার কবে যাবি প্রিয় ভাই আমার....?? পোস্টটি দেখুন--
পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ করে ‘শামীম আহমেদ’ এর পেজে গিয়ে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেখানে তিনি ভাইরাল ছবির ব্যাপারে বলেন, তার গ্রেফতারের তথ্যটি গুজব। এই ছবিটি একটি নাটকের শুটিংয়ের। স্ক্রিনশট দেখুন--
যেই ভিডিওটি শামীম আহমেদের নিজের প্রোফাইলেও শেয়ার করতে দেখা যায়। ভিডিওটি দেখুন--
এছাড়া এই ছবির বিষয়ে শামীম আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভাইরাল ছবিটিকে নাটকের দৃশ্যের বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেন আর গ্রেফতারের তথ্যকে গুজব বলে জানান। তবে কোন নাটকের এ বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
অর্থাৎ ভাইরাল ছবিটি অভিনেতা শামীম আহমেদের গ্রেফতারের নয়; বরং এটি একটি নাটকের দৃশ্যের।
সুতরাং নাটকের দৃশ্যের ছবিকে অভিনেতা শামীম আহমেদ গ্রেফতার হয়েছেন বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।