এক বছরের পুরোনো খবর বিভ্রান্তিকর শিরোনামে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, এক বছর আগে অস্ট্রেলিয়ায় ডায়নোসরের জীবাশ্ম আবিষ্কারের খবরকে নতুন করে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, অস্ট্রেলিয়ায় এক নতুন প্রজাতির ডায়ানোসরের খোঁজ মিলেছে, যার ফলে ভয়াবহ উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিজ্ঞানীরা। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ১৬ আগস্ট "World Khobor" নামে একটি ফেসবুক পেজে একটি খবর শেয়ার করে লেখা হয়, "অস্ট্রেলিয়ায় খোঁজ মিলল নতুন প্রজাতির ডায়ানোসরের, ভয়াবহ আশংকায় বিজ্ঞানীরা"। ফেসবুক পোস্টটি দেখুন--
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, এক বছরের পুরোনো একটি খবরকে বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে নতুন করে প্রচার করা হচ্ছে। অনুসন্ধানের মাধ্যমে দেখা যায়, সংবাদের বিস্তারিত অংশে থাকা সংবাদ অংশটি এক বছরেরও বেশি পুরোনো একটি সংবাদ থেকে হুবহু নকল করে তুলে দেওয়া হয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে "bdnews24us.com" নামের একটি অনলাইন পোর্টালে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে "নতুন প্রজাতির ডায়ানোসরের খোঁজ মিলল, বিজ্ঞানীরা ভয়াবহ আশংকায়" শিরোনামে আলোচ্য সংবাদটি হুবহু প্রচার করে। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে, আলোচ্য সংবাদটির প্রথম প্যারাগ্রাফের অংশটি খুঁজে পাওয়া যায় "sangbadpratidin.in" নামের একটি অনলাইন পোর্টালে। ২০২১ সালের ১৫ জুলাই "মিলল ডাইনোসরদের নয়া প্রজাতির সন্ধান! দাপিয়ে বেড়াত ১৩ কোটি বছর আগে" শিরোনামে প্রকাশিত ওই সংবাদে আলোচ্য সংবাদের প্রথম প্যারা খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
তবে, উপরের পোর্টালটিতে সংবাদটির সম্পূর্ণ খুঁজে পাওয়া না গেলেও এর বাকি অংশ খুঁজে পাওয়া যায় "newztrip.com" নামের আরেকটি অনলাইন পোর্টালে। ২০২১ সালের ১০ জুন "সম্পূর্ণ নতুন প্রজাতির ডায়ানোসরের সন্ধান পাওয়া গেল অস্ট্রেলিয়ায়" শিরোনামে প্রকাশিত ওই সংবাদটিতে আলোচ্য সংবাদটির বাকি অংশ খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ প্রায় এক বছর আগের ডায়নোসরের নতুন প্রজাতির জীবাশ্ম আবিষ্কারের সংবাদ নতুন করে বিকৃত শিরোনাম দিয়ে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।