ফিলিস্তিনি একটি গ্রুপের কুচকাওয়াজের ভিডিও ইরানের বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, এটি ফিলিস্তিন ইসলামিক জিহাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের সশস্ত্র শাখার সামরিক কুচকাওয়াজের ভিডিও।
সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে সামরিকযান সহ সুশৃঙ্খল সেনা সদস্যদের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ইরানের সেনাবাহিনী যুদ্ধযান নিয়ে ফিলিস্তিনে যাচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২১ অক্টোবর 'MD Omar Faruk Sheekdhar' নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে একটি গ্রুপে এমন একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ইরানের বাহিনী ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হয়েছে"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। এটি গত ৪ অক্টোবর ফিলিস্তিন ইসলামিক জিহাদ (পিআইজে) এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদেরই সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডের অস্ত্র নিয়ে গাজা'র রাস্তায় সামরিক কুচকাওয়াজের ভিডিও।
ভিডিওটির বেশ কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর মধ্যে একটি কি-ফ্রেম এর ক্ষেত্রে সার্চ করে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব-এ গত ৬ অক্টোবর "প্যালেস্টাইন দাবি করেছে যে তাদের নিজেদের তৈরি ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে (অনূদিত)" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওর বিস্তারিত অংশে উল্লেখ করা হয়েছে, "ফিলিস্তিন জানিয়েছে যে তাদের নিজেদের তৈরি সামরিক অস্ত্র রয়েছে। এছাড়াও তাদের কাছে অনেক ড্রোন আছে বলে দাবি করেছে। আরো জানিয়েছে যে, তাদের কাছে এখন তিন ধরনের ড্রোনের পাশাপাশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠার ৩৬তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে তারা এ কথা জানান। বুধবার (৪ অক্টোবর) সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়"। ভিডিওটি দেখুন--
এছাড়া, সামাজিক মাধ্যম ফেসবুকে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'China Xinhua News' এর পেজে "ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠী দাবি করেছে তাদের নিজেদের তৈরি ড্রোন রয়েছে (অনূদিত)" ক্যাপশনে দেওয়া এক পোস্টে আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওর বর্ণনায় একই তথ্য বলা হয়েছে। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ভিডিওটি ইরানের সেনাবাহিনীর যুদ্ধাস্ত্র নিয়ে ফিলিস্তিনে যাওয়ার নয় বরং ফিলিস্তিনেরই একটি স্বাধীনতাকামী সংগঠনের সামরিক কুচকাওয়াজের ভিডিও এটি।
সুতরাং ফিলিস্তিন ইসলামিক জিহাদ-এর সশস্ত্র শাখার সামরিক কুচকাওয়াজের ভিডিওকে ইরানের সেনাবাহিনীর যুদ্ধাস্ত্র নিয়ে ফিলিস্তিনে যাওয়ার ভিডিও বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।