ছবিটি ২০১৪ সালে যশোরে প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণের, ২০১২ সালের নয়
বুম বাংলাদেশ দেখেছে, ভারতের মুর্শিদাবাদে ২০১২ সালে বিমান জরুরি অবতরণের ঘটনার সাথে ফেসবুকে ছবিটি ভুলভাবে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভূপাতিত বিমানের ছবি দিয়ে দাবি করা হচ্ছে, এটি ২০১২ সালে ভারতের মুর্শিদাবাদের একটি ধানক্ষেতে প্রশিক্ষণ বিমান পিটি-০৬ এর জরুরি অবতরণের ছবি। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ২৭ জুন 'World Military News In Bangla - বাংলাতে বিশ্বের সামরিক খবর' নামের একটি ফেসবুক পেজে ভূপাতিত একটি প্রশিক্ষণ বিমানের ছবি পোস্ট করে দাবি করা হয়, ২০১২ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ বিমান বাহিনীর শিক্ষানবীশ পাইলট রাশেদ প্রশিক্ষণ বিমান পিটি-০৬ নিয়ে আকাশে উড়েন এবং ঝড়ের কবলে পড়ে ভারতের মুর্শিদাবাদের একটি ধানক্ষেতে জরুরি অবতরণ করেন। দেখুন পোস্টটির স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, এই পোস্টের বর্ণনার সাথে জুড়ে দেয়া ছবিটি ভিন্ন ঘটনার। রিভার্স ইমেজ সার্চ করে, এই ছবিটি সম্বলিত একটি প্রতিবেদন পাওয়া গেছে অনলাইন গণমাধ্যম বিডিনিউজ টুয়েন্টিফোরে। ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি 'বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ধানক্ষেতে' শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, 'পিটি-০৬' নামের একটি প্রশিক্ষণ বিমান 'যান্ত্রিক ত্রুটির কারণে' বাংলাদেশের যশোর বিমান বন্দরের কাছে মাইদী গ্রামের একটি ধানক্ষেতে জরুরি অবতরণ করে। দেখুন খবরটির স্ক্রিনশট--
এছাড়া আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে আরও জানানো হয়, ওই প্রশিক্ষণ বিমানে থাকা দুই পাইলটের নাম স্কোয়াড্রন লিডার ফারুক ও পাইলট অফিসার জামী।
পরদিন একই বর্ণনাসহ দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনেও এই খবরটি প্রকাশিত হয়। দেখুন খবরটির স্ক্রিনশট--
তবে ফেসবুক পোস্টে বর্ণিত ২০১২ সালে পাইলট রাশেদ কর্তৃক ভারতের মুর্শিদাবাদে একটি প্রশিক্ষণ বিমান ধানক্ষেতে জরুরি অবতরণ করানোর ঘটনাও তৎকালে মূলধারার একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে লক্ষণীয় যে, ফেসবুক পোস্টে বর্ণনা করা ২০১২ সালে মুর্শিদাবাদের ঘটনার সাথে জুড়ে দেয়া হয়েছে ২০১৪ সালে ঘটা যশোরের ঘটনার ছবি। ২০১২ সালে বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করা রাশেদ কর্তৃক বিমান জরুরি অবতরণের ঘটনা সংক্রান্ত দুটি প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।
অর্থাৎ ২০১৪ সালে যশোরে একটি প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণের ছবিকে, প্রায় দু'বছর আগের ভিন্ন ঘটনার সাথে জুড়ে দিয়ে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।