গণপরিবহণ খুলে দেয়ার খবরটি বিভ্রান্তিকর
একাধিক অনলাইন পোর্টালে ভিন্ন একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন হুবহু কপি করে বিভ্রান্তিকর শিরোনামে ছড়ানো হচ্ছে।
সামাজিক মাধ্যমে একাধিক অনলাইন পোর্টালের বরাতে দাবি করা হচ্ছে, লকডাউনে খুলে দেয়া হলো গণপরিবহণ। দেখুন এমন কিছু লিংক এখানে, এবং এখানে।
গত ২৩ এপ্রিলে Our Evergreen Bangladesh নামক গ্রুপে একটি খবর পোস্ট করা হয় যার শিরোনাম ছিল, অবশেষে খুলে দেয়া হলো গণপরিবহনও! দেখুন স্ক্রিনশট--
খবরটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
এরকম আরো দুটি প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, গণপরিবহন খুলে দেয়ার খবরটি বিভ্রান্তিকর। প্রথমত, খবরটির শিরোনামে গণপরিবহণ খুলে দেয়ার কথা বলা হলেও ভিতরে এই দাবির পক্ষে কোনো বক্তব্যের উল্লেখ নেই। বরং খবরটির বিস্তারিত অংশে একজন দায়িত্বশীলের বরাতে বলা হয়েছে, 'গণপরিবহন খুলে দিলে তো আর লকডাউনই থাকল না। তাই অন্তত আগামী ২৮ এপ্রিল লকডাউন বহাল থাকা পর্যন্ত গণপরিবহন খুলে দেয়ার সিদ্ধান্ত আসার সম্ভাবনা নেই।'
অর্থাৎ শিরোনামে খুলে দেয়ার খবর প্রচার করলেও প্রতিবেদনটির ভিতরে দাবি করা হচ্ছে, এ ধরণের কোনো সিদ্ধান্তই হয়নি।
এছাড়া উক্ত প্রতিবেদনটির একাধিক অংশ জাগোনিউজ২৪ এর একটি প্রতিবেদনের সাথে হুবহু মিলে যায়। ২৩ এপ্রিল ২০২১ এ প্রকাশিত সেই প্রতিবেদনের শিরোনাম ছিল, '২৯ এপ্রিল থেকে বাস চালাতে চান মালিকরা'। দেখুন সেই প্রতিবেদনের স্ক্রিনশট-
এছাড়া গণপরিবহণ খুলে দেয়া হয়েছে, এ সংক্রান্ত খবর মূলধারার কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
অর্থাৎ ভিন্ন একটি প্রতিবেদনের একাধিক অংশ হুবহু কপি করে বিভ্রান্তিকর শিরোনামে প্রচার করা হচ্ছে।