কাবা শরীফের পাশে রক্ত পাওয়ার ৫ বছর পুরোনো ভিডিও প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ২০১৭ সালে কাবা ঘর তাওয়াফ কালে আঘাত প্রাপ্ত হয়ে এক ব্যক্তির রক্তক্ষরণ হয়, ভিডিওটি উক্ত ঘটনার।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, কাবা শরীফে হঠাৎ রক্ত দেখতে পাওয়া গেছে। ভিডিওটিতে কাবা শরীফের পাশে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্ত দেখতে পাওয়া যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১০ জুন 'জহিরুল ইসলাম' নামের ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "কাবা শরীফে হঠাৎ রক্ত 🩸🩸 আল্লাহ জানে কি হচ্ছে দুনিয়ায় " পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক নয় বরং এটি প্রায় অন্তত ৫ বছর পুরোনো একটি ঘটনার।
ফেসবুক পোস্টের ভিডিওর কি-ফ্রেম কেটে রিভার্স সার্চ করার পর, 'Nashikkar Moin pathan' নামের একটি ইউটিউব একাউন্টে 'Accident happened in haram shareef at Hajr e aswad cleaning" শিরোনামে ভিডিওটির একটি পুরোনো ভার্সন খুঁজে পাওয়া যায়, যা ২০১৭ সালের ৫ অক্টোবর পোস্ট করা হয়েছে। দেখুন--
ইউটিউব ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট এবং বিভ্রান্তিকর দাবির ফেসবুক ভিডিওর স্ক্রিনশটের পাশাপাশি তুলনা দেখুন--
অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক নয় ।
এই সূত্র ধরে সার্চ করার পর, মধ্যপ্রাচ্যের গণমাধ্যম গালফ নিউজে ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর "Splattered blood near Kaaba: What Saudi Arabia security forces say" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বিশেষ নিরাপত্তা রক্ষীদের বরাতে জানানো হয়, ২০১৭ সালে হজ পালন করতে আসা আফ্রিকান এক হাজী কাবা ঘরকে প্রদক্ষিণ করতে গিয়ে ভিড়ের মধ্যে পায়ে আঘাত পেলে তাঁর পা থেকে রক্তক্ষরণ হয়। ভিডিওটি উক্ত ঘটনার। স্ক্রিনশট দেখুন--
সৌদি আরবে স্থানীয় গণমাধ্যম 'Okaz.com.sa'-এও একই বিবরণে খবরটি খুঁজে পাওয়া গেছে।
অর্থাৎ পাঁচ বছর আগের একটি ঘটনায় ধারণকৃত ভিডিও এটি।
সুতরাং পাঁচ বছর আগের একটি ভিডিওকে সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।