বিভ্রান্তিকর ছবিসহ ৩ বছরের পুরনো সংবাদ নতুন করে প্রকাশ
ঘটনা ঘটেছিলো ২০১৭ সালে কলম্বিয়ায়, বর্তমানে এশীয় গড়নের এক নারীর ছবি দিয়ে সেই খবর প্রকাশ করেছে কিছু বাংলাদেশি অনলাইন পোর্টাল।
''ভালো ফলাফলের লোভ দেখিয়ে ছাত্রদের জোর করে শারীরিক সম্পর্কে বাধ্য করতেন শিক্ষিকা'' শিরোনামে কিছু অনলাইন পোর্টালে করা একটি খবর ২৬ জুলাই সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে।
ফেসবুকে শেয়ার হওয়া সবকটি মাধ্যমেরই মূল খবর হুবহু একইরকম। viralnews23.com নামক একটি পোর্টালের খবরে লেখা হয়েছে-
ফেসবুকে ছড়ানো খবরটির সাথে সংযুক্ত করা ফিচার ইমেজটিও ওই শিক্ষিকার ঘটনার সাথে সম্পর্কিত নয়। বিদেশী সংবাদমাধ্যমে আসা খবরের সাথে সংযুক্ত ছবিগুলোর সাথে এই ছবির কোন মিল নেই।
বাংলাদেশি অনলাইন পোর্টালগুলোতে এই খবরের সাথে যোগ করা হয়েছে এমন একজন নারীর ছবি (এশীয় গড়নের) যাকে দেখলে পাঠকের মনে হতে পারে যে, ঘটনাটি বাংলাদেশের। প্রকৃতপক্ষে ওই নারীর ছবিটি ২০১৫ সাল থেকে অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে আপলোড করা হয়েছে। এর সাথে কলম্বিয়ার সেই নারী শিক্ষিকার কোনো সংশ্লিষ্টতা নেই।
তিন বছরের পুরোনো খবর কোনো ধরনের ডিসক্লেইমার ছাড়া নতুন করে আপলোড করা, অপ্রাসঙ্গিকভাবে সেই খবরে এশীয় গড়নের ভিন্ন এক নারীর ছবি যুক্ত করে পাঠকদের আকৃষ্ট করার চেষ্টা, শিরোনামে স্থানের নাম উল্লেখ না করা- ইত্যাদি বিষয় মিলিয়ে বর্তমানে এই খবরটি প্রকাশ করা বিভ্রান্তিকর।