ফেক নিউজ
৫ বছর আগে চেচনিয়ায় বিক্ষোভের ভিডিও নতুন করে ভাইরাল
২০১৫ সালে ফ্রান্সের শার্লি হেবদোতে মুহাম্মদ (স) কে নিয়ে কার্টুন আঁকার প্রতিবাদে চেচনিয়ার রাজধানীতে বিক্ষোভটি হয়।
সামাজিক মাধ্যমে একটি জনসমাগমের ভিডিও ছড়িয়েছে যেখানে দেখা যাচ্ছে মুহাম্মদ (স) এর নাম সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে। ফেসবুকে পোস্ট করা ভিডিওটিকে শার্লি হেবদোতে মুহাম্মদ (স) এর কার্টুন আঁকা ইস্যুতে ফ্রান্স সরকারের বিরুদ্ধে চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভের নেতুত্বে চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে ১০ লক্ষ মুসলমান নিয়ে অনুষ্ঠিত বিক্ষোভ বলে দাবী করা হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার লোগো এবং শিরোনামে Chechnya Protest: Thousands Gather To Rally লেখা দেখতে পাওয়া যায়।
ফ্যাক্ট চেক:
চেচনিয়ার গ্রোজনিতে বিক্ষোভের বিভিন্ন কীওয়ার্ড দিয়ে অনুসন্ধান করলে দেখা যায় ভিডিও ক্লিপটি ২০১৫ সালের ১৯ জানুয়ারীর আল জাজিরার একটি সংবাদ প্রতিবেদনের অংশ। দেখুন এখানে। ২০১৫ সালে আরেকবার ফরাসী ম্যাগাজিন শার্লি হেবদোতে মুহাম্মদ (স) কে নিয়ে কার্টুন আঁকা হলে মুসলিম বিশ্ব উত্তাল হয়ে ওঠে। সেসময় চেচনিয়ার গ্রোজনিতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
আল জাজিরার ইউটিউব চ্যানেলেও ভিডিও ক্লিপটি পাওয়া যায়। দেখুন এখানে।
সুতরাং ৫ বছর আগের বিক্ষোভের ভিডিওকে সাপ্রতিক বলে চালানো বিভ্রান্তিকর যদিও প্রেক্ষাপট একই ছিল।
Claim : বয়কট ফ্রান্স আন্দোলনের সময় চেচনিয়ায় মুসলিমদের বিক্ষোভের ভিডিও
Claimed By : Facebook Post
Fact Check : False
Next Story