মৃত মায়ের কঙ্কাল জড়িয়ে রাখা বিড়ালছানার খবরটি পুরনো
বুম বাংলাদেশ দেখেছে, ২০১৯ সালের এপ্রিল মাসের এই খবরটি অপ্রাসঙ্গিকভাবে নতুন করে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
মোটরসাইকেল চাপায় নিহত হয় মা বিড়ালের কঙ্কাল জড়িয়ে রেখে বিড়ালছানার মমতা প্রকাশের একটি খবর সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকের বিভিন্ন আইডি, পেজ ও গ্রুপে বিভিন্ন অখ্যাত অনলাইন পোর্টালের এ সংক্রান্ত খবর পোস্ট করা হচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
'First News' নামের একটি ফেসবুক পেজ থেকে গত ৩০ জুন একটি অখ্যাত অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে লেখা হয়, "ভালোবাসায় অতি যত্নে মায়ের ক'ঙ্কাল জড়িয়ে আছে দীর্ঘ তিন মাস ধরে, বিড়ালছানাটির এই ছবি ভাই'রাল"। অনলাইন পোর্টালে প্রকাশিত খবরটির শিরোনাম এবং পোস্টের লেখা হুবহু একই রকম। দেখুন স্ক্রিনশট--
খবরটিতে লেখা হয়েছে,
"মোটরসাইকেল চাপায় নি''হত হয় মা বিড়াল। তার ছোট্ট ছানাটি তবু মাকে ছাড়তে রাজি হয়নি। মায়ের ক'ঙ্কা'ল জাড়িয়ে পার করে দিয়েছে তিন মাস! বিস্ময়কর ঘটনাটি ঘটেছে ভা'রতের পশ্চিবব'ঙ্গ রাজ্যের কলকাতার শ্যামবাজারে। ফেসবুকে বুধবার এ ঘটনা তুলে ধরেন রাজীব সরকার অ'ভিমন্যু। তিনি পশ্চিমব'ঙ্গের কলকাতায় থাকেন।" খবরটির ডেটলাইন ও বিস্তারিত অংশের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ খবরটির ডেটলাইনে প্রকাশের তারিখ ৩০ জুন ও বর্ণনায় বুধবার বলে উল্লেখ করা হয়েছে। এতে মনে হচ্ছে ঘটনাটি সাম্প্রতিক।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, এটি ২০১৯ সালের এপ্রিল মাসের ঘটনা। কিওয়ার্ড সার্চ করে দেখা গেছে ২০১৯ সালের ১৯ এপ্রিল "তিন মাস মায়ের কঙ্কাল জড়িয়ে আছে বিড়ালছানাটি!" শিরোনামে দেশ রূপান্তর পত্রিকার অনলাইন ভার্সনে এই ঘটনা সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
বর্তমানে ভাইরাল হওয়া খবরটির সাথে দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় ২০১৯ সালে প্রকাশিত খবরটির হুবহু মিল পাওয়া গেছে। দুটি খবরের স্ক্রিনশট পাশাপাশি দেখুন--
অর্থাৎ ভিন্ন একটি গণমাধ্যমে প্রকাশিত দুই বছরের পুরনো খবর হুবহু কপি করে নতুন ডেটলাইনে ওই অনলাইন পোর্টালটিতে প্রকাশিত হয়েছে। এছাড়া, এটি যে পুরোনো ঘটনা তারও কোনো উল্লেখ করা হয়নি খবরটিতে।
উল্লেখ্য, বিড়ালছানার ছবিসহ প্রকাশিত খবরটির সত্যতা আলাদা করে যাচাই করেনি বুম বাংলাদেশ।
সুতরাং, বিড়ালছানার তিন মাস মায়ের কঙ্কাল জড়িয়ে রাখা সংক্রান্ত পুরনো খবরকে অপ্রাসঙ্গিকভাবে সাম্প্রতিক তারিখে প্রকাশ করা হচ্ছ; যা বিভ্রান্তিকর।