সাম্প্রতিক সংবাদে ব্যবহৃত হল এক যুগেরও বেশি পুরোনো ছবি
বুম বাংলাদেশ দেখেছে, ব্রাজিলের নদীতে বিষাক্ততার সাম্প্রতিক খবরের সাথে কভার ইমেজে ব্যবহার করা ছবিটি প্রায় ১৩ বছর আগের।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে ব্রাজিলের তিয়েতে নদীতে ভয়াবহ দূষণের একটি খবরের লিংক শেয়ার করা হচ্ছে। খবরটির ফিচার বা কভার ইমেজে দূষণের কারণে নদীর পানিতে বিষাক্ত ভাসমান ফেনা দেখা যাচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ০৮ জুলাই বেসরকারি টেলিভিশন "Jamuna Television" এর ভেরিফায়েড ফেসবুক পেজে এমন একটি খবরের লিংক শেয়ার করা হয় যার শিরোনাম "ব্রাজিলের তিয়েতে নদীতে ভয়াবহ দূষণ, বিষাক্ত ফেনায় ছেয়ে গেছে নদীর পানি"। ওই পোস্টের স্ক্রিনশট দেখুন--
অনলাইন প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টে যুক্ত খবরটিতে ব্যবহৃত ফিচার বা কভার ইমেজটি সাম্প্রতিক নয় বরং প্রায় ১৩ বছর পুরোনো। ২০১০ সালে ব্রাজিলের পিরাপোরা দো বম জেসাস শহরে তিয়েতে নদীর পানি দূষণের ফলে বিষাক্ত ফেনা তৈরি হলে ছবিটি ধারণ করা হয়।
ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে স্টক ফটোর সাইট “অ্যালামি”তে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। সেখানে ছবির বর্ণনা থেকে জানা যায়, ছবিটি ২০১০ সালের ৪ সেপ্টেম্বর তোলা। দেখুন--
এছাড়াও, আমেরিকান টেলিভিশন নেটওয়ার্ক ও ম্যাগাজিন “ন্যাশনাল জিওগ্রাফিক” এর অনলাইন ভার্সনে ২০১০ সালের ২৩ সেপ্টেম্বর “Toxic Foam Chokes Brazil River” শিরোনামে প্রকাশিত ছবি ভিত্তিক প্রতিবেদনেও আলোচিত ছবিটি পাওয়া যায়। এতেও বলা হয়, “২০১০ সালের ৪ সেপ্টেম্বর ব্রাজিলের পিরাপোরা দো বম জেসাস শহরে তিয়েতে নদীর পানিতে বিষাক্ত ফেনা হওয়ার সময়কার ছবি।”
অর্থ্যাৎ ব্রাজিলের তিয়েতে নদীতে বিষাক্ত ফেনা ছড়িয়ে পড়ার সাম্প্রতিক সংবাদের সাথে প্রায় ১৩ বছরের পুরোনো ছবি ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য ব্রাজিলে সাম্প্রতিক সময়ে নদী দূষণের ঘটনা ঘটেছে কিনা বুম বাংলাদেশ তা আলাদাভাবে যাচাই করে দেখেনি। কেবল আলোচ্য খবরের কভার ইমেজটি যাচাই করে দেখেছে।
সুতরাং ব্রাজিলের নদীতে বিষাক্ত ফেনা ছড়িয়ে পড়ার সাম্প্রতিক সংবাদের সাথে এক যুগেরও বেশি পুরোনো ছবি ব্যবহার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।