ছবিগুলো বাংলাদেশের কোনো অসুস্থ শিশুর নয়
বুম বাংলাদেশ দেখেছে, ছবিগুলো লিউকোমিয়ায় আক্রান্ত নাইম নামের এক ভারতীয় শিশুর, বাংলাদেশের দাবি করা বিভ্রান্তিকর।
সামাজিক মাধ্যম ফেসবুকে মা-বাবার সাথে অসুস্থ এক শিশুর কিছু ছবি পোস্ট করে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৯ নভেম্বর 'নতুন ভিডিও' নামের ফেসবুক পেজ থেকে একাধিক ছবিসহ একটি পোস্ট করা হয়েছে। যেখানে বলা হচ্ছে, ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার আবায়পুর ইউনিয়নের জহরুল ইসলামের ছেলে মো. সবুজ ক্যান্সারে আক্রান্ত। শিশুটির চিকিৎসার জন্যে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রয়োজন। এছাড়া আর্থিক সাহায্য পাঠানোর জন্য একটি বিকাশ নম্বরও উল্লেখ করা হয়েছে সেখানে। পোস্টের সাথে যুক্ত ছবিগুলোতে পিতা-মাতার সাথে এক শিশুকে দেখা যাচ্ছে। দেখুন সেই পোস্টটি এখানে--
ছবিগুলো আলাদাভাবে দেখুন এখানে--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিগুলো বাংলাদেশের কোনো শিশুর নয়। রিভার্স ইমেজ সার্চিং টুল ব্যবহার করে ছবিগুলোর উৎস পাওয়া গেছে। ভারতের বিখ্যাত ক্রাউড-ফান্ডিং ওয়েবসাইট কিটো'র মাধ্যমে জানা যায় ছবিগুলো ভারতের 'মোহাম্মদ নাইম' নামে এক শিশুর। তার পিতা-মাতার নাম নাফিসা এবং সোলায়মান। সেখানে আরো বলা হয়, শিশু নাইম লিউকোমিয়া নামক দূরারোগ্য রোগে আক্রান্ত এবং তার চিকিৎসার জন্যে প্রায় ৬০ লাখ টাকা প্রয়োজন। দেখুন--
বিস্তারিত পড়ুন এখানে।
এছাড়া সেই ওয়েবসাইটে নাইমের মেডিকেল ডকুমেন্টও আপলোড করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ভারতের কেরালার একটি হাসপাতালে ২ বছর বয়সী শিশু নাইম লিউকোমিয়া চিকিৎসা নিতে অনকোলজি বিভাগে ভর্তি আছে। দেখুন--
এছাড়া গত ২২ অক্টোবর ছবিগুলো কিটো'র ভেরিফায়েড টুইটার একাউন্টেও পাওয়া গেছে। দেখুন--
"Cancer is looming over my 2-yo son like a dark cloud. His belly has grown to the size of a rock, causing him a lot of discomfort. I begged people for help but no one came to our rescue. Allah, ease his pain!"
— Ketto (@ketto) October 22, 2021
Please help: https://t.co/gEFclqlRQW pic.twitter.com/z8YN2ieMjf
এছাড়া তাদের ফেসবুক পেইজেও গত অক্টোবর মাসে এ সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়েছে। দেখুন এখানে। এরইমধ্যে ফ্যাক্টওয়াচ এ সংক্রান্ত একটি ফ্যাক্ট চেক রিপোর্ট প্রকাশ করেছে। পড়ুন এখানে।
অর্থাৎ ভারতের ভিন্ন ব্যক্তিদের ছবি ব্যবহার করে বাংলাদেশি শিশুর জন্যে সাহায্য চাওয়া হচ্ছে, যা বিভ্রান্তিকর।