মানববন্ধনে দেয়া ভিপি নুরের বক্তব্যের এই ভিডিওটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, ২০২০ সালের ১৯ জুলাই শাহবাগে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত কর্মসূচি ছিল এটি।
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের একটি বক্তব্যের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যাচ্ছে, যেখানে পুলিশের বিরুদ্ধে শ্রুতিকটু লেখাসহ পোস্ট করা হয়েছে। এমন একটি ভিডিওর লিংক দেখুন এখানে।
গত ২০ জুলাই Vp Nur নামের একটি ফেসবুক পেজ থেকে লাইভ মুডে এমন একটি ভিডিও প্রচার করে বলা হয়, 'পুলিশ লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল'। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ব্যানার হাতে কয়েকজন দাঁড়িয়ে আছেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর মাঝখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন এবং তাঁদের সামনে কিছু গণমাধ্যমকর্মীকে বুম হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। লাইভ মুডে প্রচার করা ভিডিওটি এবং পোস্টের বর্ণনা দেখে মনে হচ্ছে ঘটনাটি সাম্প্রতিক। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, পোস্টের ভিডিওটি পুরোনো। ভিডিওটি ২০২০ সালের ১৯ জুলাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব একটি মানববন্ধনে দেয়া ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বক্তব্যের।
প্রথমত, ভিডিওটির ৮ মিনিট ৪০ সেকেন্ডে ব্যানারে স্পষ্ট দেখা যাচ্ছে ঘটনাটির সময় ২০২০ সালের ১৯ জুলাই উল্লেখ করা। দেখুন স্ক্রিনশট--
দ্বিতীয়ত, রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে তৎকালে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ছবিসহ একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। তন্মধ্যে যমুনা টিভির অনলাইন ভার্সনে প্রকাশিত খবরের স্ক্রিনশট দেখুন--
যমুনা টিভির পুরো প্রতিবেদনটি দেখুন এখানে। এছাড়া নিউজ পোর্টাল জাগো নিউজ ও শিক্ষাঙ্গন ভিত্তিক অনলাইন পোর্টাল ক্যাম্পাস লাইভের প্রতিবেদনটি দেখুন যথাক্রমে এখানে ও এখানে।
এছাড়া, একই ঘটনা নিয়ে পরদিন দৈনিক সমকালে প্রকাশিত খবরটিতে মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিলের একটি ছবি প্রকাশ করা হয়। যেখানে ব্যানারের লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন স্ক্রিনশট--
সমকালের প্রতিবেদনটি দেখুন এখানে। এখান থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায় যে, নোয়াখালী সহ সারাদেশে পুলিশি হয়রানির প্রতিবাদ ও নাগরিক অধিকার নিশ্চিতের দাবিতে এটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল।
অতএব, এক বছর আগের একটি ভিডিও শ্রুতিকটু বা উস্কানিমূলক লেখাসহ লাইভ মুডে নতুন করে প্রচার করা হচ্ছে।
সুতরাং ২০২০ সালের ১৯ জুলাই বিক্ষোভ মিছিল পূর্ব মানববন্ধন কর্মসূচিতে দেয়া একটি বক্তব্যের ভিডিওকে অপ্রাসঙ্গিকভাবে নতুন করে লাইভ মুডে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।