এটি কভিড-১৯ এর টেস্টিং কিট, ভ্যাকসিন নয়
কোরিয়ান একটি ওষুধ কোম্পানির প্রস্তুতকৃত কভিড-১৯ এর টেস্টিং কিটকে 'কভিড-১৯ এর ভ্যাকসিন' বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে
ফেসবুকে নিচের বার্তাটির অনুরূপ একাধিক বার্তা ভাইরাল হয়েছে--
"আলহামদুল্লিাহ
বিশাল খবর..! "করোনা ভাইরাস" এর "ভেকসিন" তৈরি..! ইনজেকশন পুশ করার মাত্র তিন ঘন্টার মধ্যে সুস্থ হবেন করোনা আক্রান্ত..! যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছেন..!
প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, "Roche Medical Company" আগামী রবিবার এই ভেকসিন বাজারজাত করবে এবং লক্ষ লক্ষ ডোজ তৈরি হয়েছে কোম্পানি থেকে..!!! [ প্রকৃত বাস্তবতার জন্যে, আমাদের রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে ]"
স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
প্রকৃতপক্ষে SGTi-flex COVID-19 IgM/IgG নামের যে ওষুধটির কৌটা এখানে দেখা যাচ্ছে সেটি কোনো ভ্যাকসিন নয়। এটি দক্ষিণ কোরিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানি Sugentech এর উৎপাদিত কভিড-১৯ এর টেস্টিং কিট।
Sugentech এর ওয়েবসাইটে এই বিষয়ে যা লেখা রয়েছে তা হলো--
"SGTi-flex COVID-19 IgM/IgG is a gold nanoparticle-based immunochromatographic test kit for qualitative determination of COVID-19's IgM and IgG antibodies in human whole blood (finger prick or venous), serum or plasma."
অর্থাৎ, মানবদেহে রক্ত, সিরাম বা প্লাজমাতে থাকা কভিড-১৯ এর IgM ও IgG এন্টিবডি শনাক্তকরণে ব্যবহৃত একটি immunochromatographic টেস্টিং কিট।