ফ্যাক্ট ফাইল
পাক-ভারত সীমান্তে নতুন করে ২৪ ভারতীয় সেনা নিহত হন নি
২০২০ সালে ভারত পাকিস্তান সীমান্তে সর্বমোট হতাহতের সংখ্যাকে বিভ্রান্তিকর শিরোনামে প্রকাশ করা হয়েছে।
সামাজিক মাধ্যমে 'পাকিস্তানের হামলায় ২৪ ভারতীয় সেনা নিহত!' শিরোনামে একটা খবর শেয়ার হতে দেখা যায়। জাতীয় দৈনিক ইনকিলাবে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। দেখুন এখানে।
সামাজিক মাধ্যম ফেসবুকের অনেক ব্যবহারকারী এটিকে সাম্প্রতিক ঘটনা বলে মনে কনে মন্তব্য করছেন। দেখুন স্ক্রীনশটে।
ফ্যাক্ট চেক:
ইনকিলাবের ফেসবুক পোস্টে অনেকে ২৪ ভারতীয় সেনা নিহতের ঘটনাটিকে সাম্প্রতিক মনে করায় বুম বাংলাদেশ দেখতে পায় ইনকিলাবের মূল প্রতিবেদনে সংখ্যাটিকে বিদায়ী ২০২০ সালের মোট হতাহতের সংখ্যা বলে উল্লেখ করা হয়েছে। ভারতের 'এই সময়' নামক সংবাদ মাধ্যমের সূত্রে ইনকিলাব সংবাদটি প্রকাশ করেছে। ইনকিলাবের প্রতিবেদনে বলা হয়েছে-
''উত্তেজনায় কাঁপতে থাকা পাক-সীমান্তে বিদায়ী বছরে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ২৪ সদস্য নিহত হয়েছেন। সে হিসাবে পাক হামলায় প্রতি মাসে গড়ে দুজন করে ভারতীয় জওয়ান নিহত হয়েছেন।
ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষিত পরিসংখ্যানের বরাত দিয়ে এই সময় এ তথ্য দিয়েছে।
মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে জম্মু-কাশ্মীরে পাকিস্তান ৫ হাজার ১০০ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে যা গত ১৮ বছরের মধ্যে সর্বাধিক। গড়ে প্রতিদিন ১৪বার করে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা।
এতে বলা হয়, পাকিস্তানের হামলায় গোটা বছরে নিহত হয়েছেন ৩৬ জন। নিহতদের মধ্যে ২৪ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। আহত হয়েছেন ১৩০ জনেরও বেশি।''
খবরের শিরোনাম দেখে অনেকে এটাকে সাম্প্রতিক কোনো একটি ঘটনায় নিহতের সংখ্যা হিসেবে বিভ্রান্ত হচ্ছেন। শিরোনামে 'এক বছরে' শব্দটি থাকলে এই বিভ্রান্তির সৃষ্টি হতো না।
Claim : পাকিস্তানের হামলায় ২৪ ভারতীয় সেনা নিহত!
Claimed By : নিউজ আউটলেটস
Fact Check : Misleading
Next Story