বডিবিল্ডার শুভর আত্মহত্যার হুমকির মিথ্যা খবর ফেসবুকে
বুম বাংলাদেশ দেখেছে, পোস্টের শিরোনামে বডিবিল্ডার শুভর আত্মহত্যার হুমকির কথা লিখা হলেও বিষয়বস্তুতে এরকম কোনো তথ্য নেই।
সামাজিক মাধ্যম ফেসবুকে টেলিভিশন সংবাদের আদলে তৈরি করা একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, সম্প্রতি বডিবিল্ডিং প্রতিযোগীতার ফাইনালে পুরস্কার বিতরণ মঞ্চে বিতর্কিত আচরণ করে ভাইরাল হওয়া বডিবিল্ডার শুভ আত্মহত্যার হুমকি দিয়েছেন। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
১৬ ঘন্টা আগে 'Jumuna tv - যমুনা টিভি' নামের একটি ফেসবুক গ্রুপে 'Mahavi Bas' নামে একটি আইডি থেকে একটি সংবাদের লিংক পোস্ট করে বলা হয়, "বডি বিল্ডার শুভ আত্মহত্যার হুমকি….."। ফেসবুক পোস্টটি দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টে করা দাবিটি সঠিক নয়। পোস্টের শিরোনামে বডিবিল্ডার শুভর আত্মহত্যার হুমকির কথা লিখা হলেও বিষয়বস্তুতে এরকম কোনো তথ্য নেই।
আলোচ্য পোস্টে যুক্ত সংবাদ লিংকে ঢুকে দেখা যায়, "znewss.com" নামে একটি অখ্যাত পোর্টালে "বডি বিল্ডার শুভ আত্মহত্যার হুমকি….." শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। উক্ত প্রতিবেদনে গিয়ে দেখা যায়, শিরোনামে শুভ'র আত্মহত্যার কথা বলা হলেও মূল সংবাদের ভিতরে কোথাও এই সংক্রান্ত কোনো তথ্যের উল্লেখ নেই। স্ক্রিনশট দেখুন--
এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন পোর্টাল বাংলা নিউজের ওয়েবসাইটে গত ২৫ ডিসেম্বর 'আজীবন নিষিদ্ধ হলেন বডি বিল্ডার শুভ' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন থেকে বডিবিল্ডার শুভকে আজীবন বহিষ্কারাদেশ দেওয়া হয়। স্ক্রিনশট দেখুন--
এদিকে, বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন বডিবিল্ডার জাহিদ হাসান শুভকে আজীবনের জন্য বহিস্কারের ঘোষণার পর, তিনি নিজে পাল্টা ফেডারেশনকে বয়কটের ঘোষণা দিয়েছেন। এ নিয়ে মূলধারার বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করেছে, তন্মধ্যে ইত্তেফাকের খবরের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন ও বডিবিল্ডার জাহিদ হাসান শুভ পাল্টাপাল্টি পদক্ষেপ নেয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে, বিভিন্ন কি-ওয়ার্ড ধরে নানাভাবে সার্চ করেও গণমাধ্যমে সম্প্রতি বডিবিল্ডার জাহিদ হাসান শুভ'র আত্মহত্যার হুমকি দেওয়ার কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং বডিবিল্ডার শুভ আত্মহত্যার হুমকি দিয়েছেন এরকম চটকদার ও ভিত্তিহীন তথ্য শিরোনামে লিখে খবরের বিষয়বস্তুতে ভিন্ন তথ্য দিয়ে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।