সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও আইডিতে দৃশ্যত দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোর অনলাইন সংস্করণের একটি প্রতিবেদনের স্ক্রিনশট পোস্ট করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে "অদ্ভুত ক্যাসিনোতে খেলতে এবং হেরে ক্লান্ত?" শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৩ জুলাই 'CASINO BANGLADESH' নামের একটি গ্রুপে "বিনামূল্যে ৫০০ বোনাস পেতে সাইন-আপ করুন" নামের পেজ থেকে এমন একটি পোস্ট করে লেখা হয়, "রেজিষ্ট্রেশন করলে পাবেন ৫৮৭ বোনাস রেজিষ্ট্রেশন লিংক ⬇️ https://www.betwins7.com/?r=nuw2414, https://www.betwins7.com/?r=nuw2414।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের স্ক্রিনশটটি এডিটেড। প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদনের স্ক্রিনশটকে সম্পাদনা করে বিভ্রান্তিকর তথ্য যুক্ত করে আলোচ্য স্ক্রিনশট/ছবিটি তৈরি করা হয়েছে। এছাড়াও আলোচ্য স্ক্রিনশটটি নকল বলে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে প্রথম আলো।
সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে প্রথম আলোর অনলাইন এবং ভেরিফায়েড ফেসবুক পেজে আলোচ্য শিরোনামের কোনো প্রতিবেদন বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। এমনকি অন্য গণমাধ্যমেও এমন খবর খুঁজে পাওয়া যায়নি।
এদিকে আলোচ্য স্ক্রিনশটে প্রথম আলোর লোগো ব্যবহার করা হলেও সেখানে প্রতিবেদক ও প্রকাশের সময় উল্লেখ নেই। যদিও প্রথম আলোর প্রতিটি প্রতিবেদনে উল্লেখ থাকতে দেখা যায়। ভাইরাল স্ক্রিনশট (বামে) এবং প্রথম আলোর একটি প্রতিবেদনের অরিজিনাল স্ক্রিনশটের সঙ্গে মিল দেখুন পাশাপাশি--
এদিকে 'প্রথম আলোর' এর ভেরিফায়েড ফেসবুক পেজে সার্চ করে আলোচ্য ফটোকার্ডটি যে তাদের নয় এ সংক্রান্ত একটি পোস্ট পাওয়া যায়। যেখানে বলা হয়, "প্রথম আলোর নামে ছড়ানো এই সংবাদ ও তথ্য নকল। বিভ্রান্তি এড়াতে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ ও অনলাইনের সঙ্গে থাকুন।" পোস্টটি দেখুন--
অর্থাৎ প্রথম আলোর অনলাইনের প্রতিবেদনের স্ক্রিনশট সম্পাদনা করে আলোচ্য বানোয়াট তথ্য সম্বলিত স্ক্রিনশট/ছবিটি প্রচার করা হচ্ছে।
সুতরাং সামাজিক মাধ্যম ফেসবুকে ভিত্তিহীন তথ্য জুড়ে দিয়ে প্রথম আলোর লোগো যুক্ত করে তাদের অনলাইনের প্রতিবেদনের স্ক্রিনশটের আদলে একটি স্ক্রিনশট তৈরি করে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।